Ajker Patrika

ইসলামপুর প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা মামলায় আরেক প্রতিবন্ধী যুবক জেলহাজতে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুর প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা মামলায় আরেক প্রতিবন্ধী যুবক জেলহাজতে

জামালপুরের ইসলামপুরে ইসমাইল হোসেন (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধীকে হত্যার মামলায় মোস্তফা শেখ (২৫) নামের আরেক মানসিক প্রতিবন্ধীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে হত্যার অভিযোগে করা মামলায় জামালপুর দায়রা ও জজ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো মোস্তফা শেখ উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের শিকার ইসমাইল হোসেন একই এলাকার মো. চান ফারাজির ছেলে।

এলাকাবাসী জানায়, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং অভিযুক্ত দুজনই মানসিক প্রতিবন্ধী। প্রায়ই তাঁদের এলাকায় একসঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যেত। গতকাল সোমবার দুপুরে মোস্তফা শেখের বাড়ির আঙিনায় বেড়াতে যান ইসমাইল হোসেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তফা শেখ হাতে থাকা দা দিয়ে ইসমাইলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্থানীয়রা তাতে বাধা দিলে তাদেরও মেরে ফেলার হুমকি দেন তিনি। হাতে দা থাকায় কিছুতেই তাঁকে দমানো সম্ভব হয়নি। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল। পরে স্থানীয়রা মোস্তফা শেখকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ার‍ম্যান শহিদুল্লাহ সরকার বলেন, ‘নিহত ইসমাইল ও হত্যাকাণ্ডে জড়িত মোস্তফা শেখ দুজনই মানসিক প্রতিবন্ধী। ঘটনাস্থল থেকে অভিযুক্ত মোস্তফাকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।’

এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ইসমাইলের বাবা মো. চান ফারাজি বাদী হয়ে ঘটনার দিন রাতেই মোস্তফা শেখকে একমাত্র আসামি দিয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইসলামপুরের ডিগ্রিরচর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোস্তফা শেখকে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত