Ajker Patrika

মদনে ঝড়ে ২২৯ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি

নেত্রকোনা প্রতিনিধি
মদনে ঝড়ে ২২৯ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ফসলের ক্ষতি

নেত্রকোনার মদনে ঝড়ে ২২৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে আম, কাঁঠাল, লিচুসহ প্রায় সাড়ে ১৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টিতে এসব ক্ষতি হয়েছে বলে উপজেলার বিভিন্ন দপ্তর জানিয়েছে।

জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড়ে পাল্টে গেছে মদন উপজেলার চিত্র। গাছের ডাল-পালা ভেঙে নেত্রকোনা-মদন সড়ক, কেন্দুয়া-মদন সড়ক, ফতেপুর-মদন সড়কসহ কয়েটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের পর থেকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলা স্বাভাবিক করেন।

মদনে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। বৈদ্যুতিক তারে গাছ ও ডাল-পালা পড়ে থাকায় গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে উপজেলাবাসী। আজ দুপুরে পৌর-সদরে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও গ্রামাঞ্চলের সংযোগ এখনো বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ বিভাগ থেকে জানা গেছে।

নেত্রকোনার মদনে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি: আজকের পত্রিকানেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মদন জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফিরোজ হোসেন বলেন, ‘ঝড়ে বিভিন্ন এলাকায় ২০টি খুঁটি ভেঙে গেছে। খুঁটি মেরামত করতে ঠিকাদারের তিনটি দল কাজ করছে। বর্তমানে পৌর-সদরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছি। গ্রামাঞ্চলের সংযোগ চালু করতে আরও সময় লাগবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘শিলাবৃষ্টিতে ১৫ হেক্টর জমির পাটখেতে আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক পাঁচ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে।’ 

ঝড়ের পর সরেজমিনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘আজ দুপুর পর্যন্ত ২২৯টি পরিবারের ঘর ভেঙে যাওয়ার তথ্য পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়বে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত