নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে ঝড়ে ২২৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে আম, কাঁঠাল, লিচুসহ প্রায় সাড়ে ১৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টিতে এসব ক্ষতি হয়েছে বলে উপজেলার বিভিন্ন দপ্তর জানিয়েছে।
জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড়ে পাল্টে গেছে মদন উপজেলার চিত্র। গাছের ডাল-পালা ভেঙে নেত্রকোনা-মদন সড়ক, কেন্দুয়া-মদন সড়ক, ফতেপুর-মদন সড়কসহ কয়েটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের পর থেকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলা স্বাভাবিক করেন।
মদনে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। বৈদ্যুতিক তারে গাছ ও ডাল-পালা পড়ে থাকায় গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে উপজেলাবাসী। আজ দুপুরে পৌর-সদরে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও গ্রামাঞ্চলের সংযোগ এখনো বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ বিভাগ থেকে জানা গেছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মদন জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফিরোজ হোসেন বলেন, ‘ঝড়ে বিভিন্ন এলাকায় ২০টি খুঁটি ভেঙে গেছে। খুঁটি মেরামত করতে ঠিকাদারের তিনটি দল কাজ করছে। বর্তমানে পৌর-সদরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছি। গ্রামাঞ্চলের সংযোগ চালু করতে আরও সময় লাগবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘শিলাবৃষ্টিতে ১৫ হেক্টর জমির পাটখেতে আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক পাঁচ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে।’
ঝড়ের পর সরেজমিনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘আজ দুপুর পর্যন্ত ২২৯টি পরিবারের ঘর ভেঙে যাওয়ার তথ্য পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়বে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
নেত্রকোনার মদনে ঝড়ে ২২৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে আম, কাঁঠাল, লিচুসহ প্রায় সাড়ে ১৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টিতে এসব ক্ষতি হয়েছে বলে উপজেলার বিভিন্ন দপ্তর জানিয়েছে।
জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড়ে পাল্টে গেছে মদন উপজেলার চিত্র। গাছের ডাল-পালা ভেঙে নেত্রকোনা-মদন সড়ক, কেন্দুয়া-মদন সড়ক, ফতেপুর-মদন সড়কসহ কয়েটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের পর থেকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলা স্বাভাবিক করেন।
মদনে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। বৈদ্যুতিক তারে গাছ ও ডাল-পালা পড়ে থাকায় গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে উপজেলাবাসী। আজ দুপুরে পৌর-সদরে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও গ্রামাঞ্চলের সংযোগ এখনো বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ বিভাগ থেকে জানা গেছে।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মদন জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফিরোজ হোসেন বলেন, ‘ঝড়ে বিভিন্ন এলাকায় ২০টি খুঁটি ভেঙে গেছে। খুঁটি মেরামত করতে ঠিকাদারের তিনটি দল কাজ করছে। বর্তমানে পৌর-সদরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছি। গ্রামাঞ্চলের সংযোগ চালু করতে আরও সময় লাগবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘শিলাবৃষ্টিতে ১৫ হেক্টর জমির পাটখেতে আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া শূন্য দশমিক পাঁচ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে।’
ঝড়ের পর সরেজমিনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘আজ দুপুর পর্যন্ত ২২৯টি পরিবারের ঘর ভেঙে যাওয়ার তথ্য পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়বে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে