ময়মনসিংহ প্রতিনিধি
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।
সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’
এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।
সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’
এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
২ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১২ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে