Ajker Patrika

ভালুকায় ২ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১০: ৩৭
ভালুকায় ২ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় দুই কোটি টাকা মূল্যের দখলকৃত বনভূমি উদ্ধার করেছে হবিরবাড়ী বন বিভাগ। গতকাল বুধবার দুপুরে উদ্ধারকৃত বনভূমিতে দিনব্যাপী গাছের চারা রোপণ করেন কর্মকর্তারা। পরে বন বিভাগের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। 

বন বিভাগের ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, উপজেলার হবিরবাড়ী বিটের আওতায় হবিরবাড়ী মৌজার সিএস ১৯ নং দাগে দুই কোটি টাকা মূল্যের দুই একর বনভূমি ইঞ্জিনিয়ার সারওয়ার রব্বানী জবরদখল করে রাখেন। ওই জমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী বিট অফিসার মো. দেওয়ান আলী, হবিরবাড়ী বিট ও মেহেড়াবাড়ী ক্যাম্পের সব স্টাফ। 

অভিযুক্ত ইঞ্জিনিয়ার সারওয়ার রব্বানি বলেন, `আমি সিএস দাগের জমি ক্রয় করেছি। বনের জমি না।' 

হবিরবাড়ী বিট অফিসার দেওয়ান আলী বলেন, `ইঞ্জিনিয়ার সারওয়ার রব্বানী দুই একর বনভূমি জবরদখল করে রাখেন। ওই জমিটুকু উদ্ধার করা হয়েছে। গাছের চারা রোপণ করেছি। জবরদখলকৃত বন বিভাগের সব জমি পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে এবং দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত