Ajker Patrika

নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মী কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২১: ৫৯
নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মী কারাগারে

নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’

তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত