Ajker Patrika

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর পা বিচ্ছিন্ন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর পা বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে মাছুম বিল্লাহ (২৮) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুত্রুবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে গফরগাঁও রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত মাছুম বিল্লাহ হালুয়াঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো. ওয়ালী উল্লাহর ছেলে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে যান মাছুম বিল্লাহ। কোচের পাদানি থেকে ফসকে গিয়ে প্ল্যাটফর্মে পা আটকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার পপি বলেন, ট্রেনে কাটা পড়ে বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যক্তিকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত