ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ দুই স্ত্রীকে হত্যার দায়ে ফখরুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা বয়রা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আসামিপক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী মোকাম্মেল হক শাকিল বলেন, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২৬ মার্চ বিকেলে ফখরুল ইসলাম তাঁর ঘুমিয়ে থাকা প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে বটি দিয়ে জবাই করিয়া হত্যা করে। এর আগে ২০০১ সালের ১৬ আগস্ট তাঁর দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যার দায়ে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ছয় মাস সাজাভোগের পর ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।
শিরিনাজ হত্যার ঘটনায় তাঁর ভাই রুহুল আমিন বাদী হয়ে ২০১২ সালের ২৮ মার্চ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পুলিশ ওই বছরের ২২ আগস্ট ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আইনজীবী মোকাম্মেল হক শাকিল আরও বলেন, মামলা চলাকালে আসামি নিজেকে মানসিক রোগী দাবি করলে আদালতের নির্দেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সুস্থ ঘোষণা করে।
মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় জামিনে মুক্তি পেয়ে ফখরুল দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি।
ময়মনসিংহ দুই স্ত্রীকে হত্যার দায়ে ফখরুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার ফকিরাকান্দা বয়রা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আসামিপক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী মোকাম্মেল হক শাকিল বলেন, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২৬ মার্চ বিকেলে ফখরুল ইসলাম তাঁর ঘুমিয়ে থাকা প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে বটি দিয়ে জবাই করিয়া হত্যা করে। এর আগে ২০০১ সালের ১৬ আগস্ট তাঁর দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যার দায়ে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ছয় মাস সাজাভোগের পর ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।
শিরিনাজ হত্যার ঘটনায় তাঁর ভাই রুহুল আমিন বাদী হয়ে ২০১২ সালের ২৮ মার্চ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পুলিশ ওই বছরের ২২ আগস্ট ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আইনজীবী মোকাম্মেল হক শাকিল আরও বলেন, মামলা চলাকালে আসামি নিজেকে মানসিক রোগী দাবি করলে আদালতের নির্দেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সুস্থ ঘোষণা করে।
মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় জামিনে মুক্তি পেয়ে ফখরুল দ্বিতীয়বার একই ধরনের অপরাধ করায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে