Ajker Patrika

গৌরীপুর স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুর স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুকের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে কর্মীকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন স্বপন। 

আজ বৃহস্পতিবার রমিজ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আল ফারুক। 

মাওহা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন জানান, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল ফারুকের অভিযোগ পেয়েছেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মাওহা ইউনিয়নের বৃ-নহটা গ্রামে মোহাম্মদ আল ফারুকের ঘোড়া প্রতীকের সমর্থকেরা প্রচারণায় বের হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের প্রচারণায় হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ হামলায় ঘোড়া প্রতীকের কর্মী জিএম ফারুক (৪৫) আহত হয়। বর্তমানে তিনি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

মোহাম্মদ আল ফারুক বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার প্রচারণায় হামলা করে এক কর্মীকে মারধর ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি।’ 

এ বিষয়ে রমিজ উদ্দিন স্বপন পাল্টা অভিযোগ করে বলেন, ‘উল্লিখিত হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এদিন রাতে আল ফারুকের সমর্থকদের হামলায় শাহীন আলম নামে আমার এক কর্মী আহত হয়েছেন।’  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, রিটার্নিং অফিসার বরাবর করা অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত