মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে শাহ ফয়েজুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শহরে হার্ডওয়্যারের ব্যবসা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি অটোচালকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর শহরের ব্যবসায়ীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, ‘দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছিলেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতে পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্তে কাজ চলছে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেলে রাখা হয়েছে।
মৌলভীবাজারে শাহ ফয়েজুর রহমান রুবেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শহরে হার্ডওয়্যারের ব্যবসা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি অটোচালকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর শহরের ব্যবসায়ীরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, ‘দুলাভাই দীর্ঘদিন ধরে শহরে ব্যবসা করছিলেন। কারও সঙ্গে পূর্বশত্রুতা থাকতে পারে। আমরা ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের শনাক্তে কাজ চলছে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেলে রাখা হয়েছে।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৩ মিনিট আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগে