গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ২২ কেজি গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের গৃহবধূ তিলক জান (৪৫) ও একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের গৃহবধূ কোহিনুর খাতুন (৫০) এবং গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও জয়নাল আবেদীন (৪৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্ট মেহেরপুর ইউনিটের সদস্যরাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল ৭টার দিকে জোড়পুকুরিয়া এলাকায় অভিযান চালায় ৮ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তাকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক কেনাবেচার ৭ হাজার টাকা ও মাদক পরিবহনের একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।
অপরদিকে আজ সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মোট ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর গাংনী থানায় আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করে।
মেহেরপুরের গাংনীতে ২২ কেজি গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের গৃহবধূ তিলক জান (৪৫) ও একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের গৃহবধূ কোহিনুর খাতুন (৫০) এবং গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও জয়নাল আবেদীন (৪৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্ট মেহেরপুর ইউনিটের সদস্যরাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল ৭টার দিকে জোড়পুকুরিয়া এলাকায় অভিযান চালায় ৮ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তাকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক কেনাবেচার ৭ হাজার টাকা ও মাদক পরিবহনের একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।
অপরদিকে আজ সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মোট ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর গাংনী থানায় আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করে।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের হারুন-অর-রশিদ ও আশরাফুল ইসলাম নামের এই দুই ভাই পাঙাশ মাছের পায়েস, গরুর ভুনা, সজনে পাতার রুটি, এমনকি ইলিশ মাছের রুটির মতো অভিনব সব পদ রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
৩০ মিনিট আগেডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
৩৮ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
৪২ মিনিট আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৫ ঘণ্টা আগে