Ajker Patrika

পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে যানবাহনের চাপ নেই, বসিয়ে রাখা হয়েছে ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৩: ৫৭
পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে যানবাহনের চাপ নেই, বসিয়ে রাখা হয়েছে ফেরি

মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরিঘাটে যানবাহনের চাপ নেই। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় ভোগান্তি ছাড়াই স্বস্তিতে পার হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদে ঘরে ফেরা মানুষ।

ঈদের আগের দিন আজ বুধবার সকালে সরেজমিনে এই চিত্র দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ২২টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আশানুরূপ যানবাহন না আসায় ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আর যারা আসছে তারা অপেক্ষায় না থেকে স্বস্তিতে ফেরি পার হয়ে যাচ্ছে।

খালেদ নেওয়াজ আরও বলেন, ভোরের দিকে ছোট যানবাহন এবং কাটা পথে আসা যাত্রীর চাপ কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। যাত্রী না আসায় অলস বসে থাকতে দেখা যায় টিকিট চেকারদের। তবে যাত্রী ও যানবাহনের যতই চাপ বাড়ুক, স্বস্তিতে পারাপারের সক্ষমতা তাদের রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত