প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
বিয়ে পাগল স্বামী মো. নজরুল ইসলামের নির্যাতনে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কাতরাচ্ছেন গৃহবধূ জাহানারা (৩৫)। গতকাল মঙ্গলবার স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেছেন। এর আগে যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারপিট ও তাঁর পেটে থাকা দুটি বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ রয়েছে স্বামী নজরুলের বিরুদ্ধে।
আহত গৃহবধূ জাহানারার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলীয়া গ্রামে।
গৃহবধূর মা রুবি বেগম বলেন, ‘৯ বছর আগে ঢাকা জেলার ধামরাই উপজেলার কৈল্লা ইউনিয়নের বড় চন্ডাইল গ্রামের হাজী করম আলীর ছেলে মো. নজরুল ইসলামের সঙ্গে আমার মায়া (মেয়ে) জাহানারার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি তার আগেরও একটা বউ আছে, যা আমাগো আগে বলে নাই। মিথ্যা কথা কইয়া আমার মায়ারে (মেয়েকে) বিয়া করে নজরুল। বিয়ার পর থেকেই যৌতুকের জন্য আমার মায়াকে (মেয়েকে) মাঝেমধ্যেই মারত। ও এত দিন মুখ বুঝে সহ্য করছে। কিন্তু গতকাল রাতে এমন মাইর মারছে, এহন আমার মায়া (মেয়ে) হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শুধু কানতাছে। আমি এর বিচার চাই।’
গৃহবধূ জাহানারা বলেন, ‘নজরুল আমার সঙ্গে প্রতারণা করেছে। আগে বিয়ে করেছে আমাকে বলেনি। পরেও একটা বিয়ে করে। এই পর্যন্ত আমিসহ তিনটি বিয়ে করেছে। এখন আরেকটা বিয়ে করতে চায়। আমি বাধা দিলে গত সোমবার রাতে আমাকে মারপিট করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আশপাশের লোকজন উদ্ধার করে আমার আত্মীয়স্বজনকে খবর দিলে তারা আমাকে সাটুরিয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমাকে হাসপাতাল ভর্তি করেন।’
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মনিরুজ্জামান মনির বলেন, ১৬ নম্বর বেডে জাহানারা (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিয়ে পাগল স্বামী মো. নজরুল ইসলামের নির্যাতনে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কাতরাচ্ছেন গৃহবধূ জাহানারা (৩৫)। গতকাল মঙ্গলবার স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেছেন। এর আগে যৌতুকের জন্য ওই গৃহবধূকে মারপিট ও তাঁর পেটে থাকা দুটি বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ রয়েছে স্বামী নজরুলের বিরুদ্ধে।
আহত গৃহবধূ জাহানারার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ শিমুলীয়া গ্রামে।
গৃহবধূর মা রুবি বেগম বলেন, ‘৯ বছর আগে ঢাকা জেলার ধামরাই উপজেলার কৈল্লা ইউনিয়নের বড় চন্ডাইল গ্রামের হাজী করম আলীর ছেলে মো. নজরুল ইসলামের সঙ্গে আমার মায়া (মেয়ে) জাহানারার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি তার আগেরও একটা বউ আছে, যা আমাগো আগে বলে নাই। মিথ্যা কথা কইয়া আমার মায়ারে (মেয়েকে) বিয়া করে নজরুল। বিয়ার পর থেকেই যৌতুকের জন্য আমার মায়াকে (মেয়েকে) মাঝেমধ্যেই মারত। ও এত দিন মুখ বুঝে সহ্য করছে। কিন্তু গতকাল রাতে এমন মাইর মারছে, এহন আমার মায়া (মেয়ে) হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শুধু কানতাছে। আমি এর বিচার চাই।’
গৃহবধূ জাহানারা বলেন, ‘নজরুল আমার সঙ্গে প্রতারণা করেছে। আগে বিয়ে করেছে আমাকে বলেনি। পরেও একটা বিয়ে করে। এই পর্যন্ত আমিসহ তিনটি বিয়ে করেছে। এখন আরেকটা বিয়ে করতে চায়। আমি বাধা দিলে গত সোমবার রাতে আমাকে মারপিট করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আশপাশের লোকজন উদ্ধার করে আমার আত্মীয়স্বজনকে খবর দিলে তারা আমাকে সাটুরিয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আমাকে হাসপাতাল ভর্তি করেন।’
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মনিরুজ্জামান মনির বলেন, ১৬ নম্বর বেডে জাহানারা (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। চলতি বছর ৯ মে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়। সেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে যোগদান করা ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার। এদিকে একইসঙ্গে জাতীয়...
১২ মিনিট আগেগাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামফলকে ‘সরকারি’, ‘প্রাথমিক’ এবং ‘খ্রিস্টাব্দ’ শব্দগুলোতে ভুল আছে। কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সরকারি’ এবং ‘প্রাথমিক’ শব্দের বানানে বিসর্গ ব্যবহার করা হয়েছে। ‘নির্মাণ’-এর বদলে ‘নির্মাণ’ এবং ‘খ্রিস্টাব্দ’-এর স্থলে ভুলভাবে ‘ইং’ লেখা হয়
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
৪ ঘণ্টা আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
৫ ঘণ্টা আগে