হরিরামপুর ও মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনে চলছে উদ্ধার অভিযান। তবে আজ শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান মেলেনি। অপেক্ষায় প্রহর গুনছে তাঁর পরিবার।
এদিকে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবির এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।’
একদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ফেরি উদ্ধারে সক্ষমতা নেই। দুই দিনে হামজা ও রুস্তম উদ্ধার জাহাজ দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় আসলে মূল কাজ শুরু হবে। আজ তৃতীয় দিনে হামজা ও রুস্তম উদ্ধার কাজ করছে।
অন্যদিকে নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান তৃতীয় দিনেও মেলেনি। হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘তিন দিন হলো আমার ভাইয়ের খোঁজ এখনো পেলাম না। আমরা নদীতে ট্রলার দিয়ে অনেক খুঁজেছি। এখন নদীর পাড়ে তাকিয়ে আছি। মনে হয় নিজেই নদীতে ঝাঁপ দিই। তিনটি ট্রাক তুলল অথচ আমার ভাই উদ্ধার হলো না। আসলে তারা কীভাবে খুঁজছে বুঝতেছি না।’
রজনীগন্ধা ফেরির নিখোঁজ সহকারী ইঞ্জিনচালক হুমায়ন কবির, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার ইয়াসিন নামের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফ. শাহ পরাণ ইমন বলেন, নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর প্রায় ৫০ জন কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত দুইটি ট্রাক আর একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনে চলছে উদ্ধার অভিযান। তবে আজ শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান মেলেনি। অপেক্ষায় প্রহর গুনছে তাঁর পরিবার।
এদিকে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবির এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।’
একদিকে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ফেরি উদ্ধারে সক্ষমতা নেই। দুই দিনে হামজা ও রুস্তম উদ্ধার জাহাজ দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধার জাহাজ প্রত্যয় আসলে মূল কাজ শুরু হবে। আজ তৃতীয় দিনে হামজা ও রুস্তম উদ্ধার কাজ করছে।
অন্যদিকে নিখোঁজ দ্বিতীয় মাস্টার হুমায়ূন কবিরের সন্ধান তৃতীয় দিনেও মেলেনি। হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘তিন দিন হলো আমার ভাইয়ের খোঁজ এখনো পেলাম না। আমরা নদীতে ট্রলার দিয়ে অনেক খুঁজেছি। এখন নদীর পাড়ে তাকিয়ে আছি। মনে হয় নিজেই নদীতে ঝাঁপ দিই। তিনটি ট্রাক তুলল অথচ আমার ভাই উদ্ধার হলো না। আসলে তারা কীভাবে খুঁজছে বুঝতেছি না।’
রজনীগন্ধা ফেরির নিখোঁজ সহকারী ইঞ্জিনচালক হুমায়ন কবির, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার ইয়াসিন নামের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফ. শাহ পরাণ ইমন বলেন, নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর প্রায় ৫০ জন কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত দুইটি ট্রাক আর একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে