শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের পাটুরিয়ায় পণ্যবোঝাই ১৪টি ভারী যান ও চারটি মোটরসাইকেল নিয়ে শাহ আমানত নামের রো রো ফেরি ডুবিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন যানবাহনসহ পণ্যের মালিকেরা। এ অবস্থায় সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ফেরির মাস্টার-সুকানীদের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে আমাদের। পদ্মায় তলিয়ে থাকা যানবাহনগুলো উদ্ধারকারী জাহাজের ক্রেনের মাধ্যমে তীরে ওঠাতে যানবাহনের ইঞ্জিনসহ বডির ক্ষতি হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় মালামালগুলো নষ্ট হয়েছে।
তবে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, মাস্টার-সুকানিদের ভুলের কারণে এমন ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এদিকে ফেরি ডুবির ঘটনায় গত চার দিনে উদ্ধারকরীরা বিআইডব্লিউটিএর একটিমাত্র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে ১২টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করতে পারলেও এখনো পানির নিচে তলিয়ে আছে দুটি ভারী যানসহ তিনটি মোটরসাইকেল। পানির নিচে তলিয়ে থাকা এসব ভারী যানে রয়েছে লাখ লাখ টাকার মালামাল। উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনার চার দিন পর আজ শনিবার আরও একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে উদ্ধার তৎপরতায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
সোয়েবুর রহমান নামে ক্ষতিগ্রস্ত যানবাহনের এক মালিক আজকের পত্রিকাকে বলেন, মাস্টার এবং সুকানীর ভুলের কারণেই ফেরি ডুবির ঘটনা ঘটেছে। এতে মাস্টার-সুকানীদের কোন সমস্যা না হলেও ব্যাপক আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে আমাদের। ডুবে থাকা আমার ট্রাকটি উদ্ধার হলেও মালামালের কোন হদিস পাইনি। গাড়িতে সেনাকল্যাণ কাজের প্রায় কোটি টাকার ধাতব পদার্থ ছিল। এ ছাড়া গাড়িটি মেরামতে ছয় থেকে আট লাখ টাকা ব্যয় হবে।
ক্ষতিগ্রস্ত অপর এক কাভার্ডভ্যান মালিক হারুনুর রশিদ জানান, বেনাপোল থেকে গার্মেন্টসের সুতা বোঝাইকৃত আমার গাড়িটি ঢাকার উদ্দেশে আসে। তিন দিন পর পানির নিচ থেকে গাড়িটি উদ্ধার হলেও এর ব্যাপক ক্ষতি হয়েছে। পুনরায় মেরামতের জন্য গাড়িটি যশোর নিতে হবে। আর এ কাজে মোটা টাকা ব্যয় হবে।
ফেরি সংস্থা বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, ফেরির মাস্টার-সুকানীদের অবহেলা বা ভুলের কারণে এমন ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।
উদ্ধার কাজ তদারকিতে থাকা ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে আজকের পত্রিকাকে বলেন, ডুবে যাওয়া ফেরিতে থাকা ১৪টি ভারী যানের প্রায় ২০ কোটি টাকার মালামাল নষ্টসহ যানবাহনগুলোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ দুর্ঘটনায় যাদের অবহেলা রয়েছে তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
মানিকগঞ্জের পাটুরিয়ায় পণ্যবোঝাই ১৪টি ভারী যান ও চারটি মোটরসাইকেল নিয়ে শাহ আমানত নামের রো রো ফেরি ডুবিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন যানবাহনসহ পণ্যের মালিকেরা। এ অবস্থায় সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ফেরির মাস্টার-সুকানীদের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে আমাদের। পদ্মায় তলিয়ে থাকা যানবাহনগুলো উদ্ধারকারী জাহাজের ক্রেনের মাধ্যমে তীরে ওঠাতে যানবাহনের ইঞ্জিনসহ বডির ক্ষতি হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় মালামালগুলো নষ্ট হয়েছে।
তবে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, মাস্টার-সুকানিদের ভুলের কারণে এমন ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এদিকে ফেরি ডুবির ঘটনায় গত চার দিনে উদ্ধারকরীরা বিআইডব্লিউটিএর একটিমাত্র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে ১২টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করতে পারলেও এখনো পানির নিচে তলিয়ে আছে দুটি ভারী যানসহ তিনটি মোটরসাইকেল। পানির নিচে তলিয়ে থাকা এসব ভারী যানে রয়েছে লাখ লাখ টাকার মালামাল। উদ্ধার কাজে সহায়তার জন্য ঘটনার চার দিন পর আজ শনিবার আরও একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে উদ্ধার তৎপরতায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
সোয়েবুর রহমান নামে ক্ষতিগ্রস্ত যানবাহনের এক মালিক আজকের পত্রিকাকে বলেন, মাস্টার এবং সুকানীর ভুলের কারণেই ফেরি ডুবির ঘটনা ঘটেছে। এতে মাস্টার-সুকানীদের কোন সমস্যা না হলেও ব্যাপক আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে আমাদের। ডুবে থাকা আমার ট্রাকটি উদ্ধার হলেও মালামালের কোন হদিস পাইনি। গাড়িতে সেনাকল্যাণ কাজের প্রায় কোটি টাকার ধাতব পদার্থ ছিল। এ ছাড়া গাড়িটি মেরামতে ছয় থেকে আট লাখ টাকা ব্যয় হবে।
ক্ষতিগ্রস্ত অপর এক কাভার্ডভ্যান মালিক হারুনুর রশিদ জানান, বেনাপোল থেকে গার্মেন্টসের সুতা বোঝাইকৃত আমার গাড়িটি ঢাকার উদ্দেশে আসে। তিন দিন পর পানির নিচ থেকে গাড়িটি উদ্ধার হলেও এর ব্যাপক ক্ষতি হয়েছে। পুনরায় মেরামতের জন্য গাড়িটি যশোর নিতে হবে। আর এ কাজে মোটা টাকা ব্যয় হবে।
ফেরি সংস্থা বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, ফেরির মাস্টার-সুকানীদের অবহেলা বা ভুলের কারণে এমন ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।
উদ্ধার কাজ তদারকিতে থাকা ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে আজকের পত্রিকাকে বলেন, ডুবে যাওয়া ফেরিতে থাকা ১৪টি ভারী যানের প্রায় ২০ কোটি টাকার মালামাল নষ্টসহ যানবাহনগুলোর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ দুর্ঘটনায় যাদের অবহেলা রয়েছে তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৩১ মিনিট আগেপ্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নারী শিক্ষার্থীসহ ৯ জন। অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
২ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে
৩ ঘণ্টা আগে