হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
২ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে