Ajker Patrika

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ 

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১১: ৪০
যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ 

যশোর-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

নিহত বাসু কর্মকার (৪৫) ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।   

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাসটি দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সাড়ে ৭টার দিকে কোদালিয়া স্কুলের সামনের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অল্প আহত কিছু বাসযাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই ও সালাম এয়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত