Ajker Patrika

কলার দামও চড়া, নিম্ন আয়ের মানুষের ক্ষোভ

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫: ৫০
কলার দামও চড়া, নিম্ন আয়ের মানুষের ক্ষোভ

‘গত রোজায় কম টাকায় খেজুর কিনে পরিবার নিয়ে ইফতারি খেয়েছি। এবার সেই খেজুর ছোঁয়ার কায়দা নেই। অনেক দাম বাড়িছে। এখন রোজা শুরুর পর থেকে কলার দামও নাগালের বাইরে। ইফতারিতে ফল খাওয়াটাও জুটতেছে না আমাগের মতো গরিব মানুষের।’ কথাগুলো মাগুরা জেলা শহরের চালের বস্তা টেনে জীবিকা নির্বাহ করা সোবহান বিশ্বাসের।

গতকাল শুক্রবার শহরের পুরাতন বাজারে কলা কিনতে এসে আক্ষেপ করে ষাটোর্ধ্ব এই শ্রমিক বলেন, ‘কম দামে কিছু নেই, যা ইফতারিতে লাগে, তার সবকিছুর দাম বাড়তি। প্রতিদিন যেন দাম বাড়তে থাকে।’

সম্প্রতি খেজুর ও কলার দাম নিয়ে ক্ষোভ মাগুরার ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে। বিশেষ করে রোজার শুরু থেকে খেজুরের দাম চড়া বলে ক্রেতারা নানা সমালোচনা করছেন কর্তাব্যক্তিদের নিয়ে। মাগুরায় সাধারণ মানের খেজুরের কেজি ৪৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

মাগুরার জামরুলতলা এলাকায় গতকাল দুপুরে দেখা যায় দেশি কলা ৩০ থেকে ৪৫ টাকা হালি, চাপা কলা ৩০-৩৫, সাগর কলা ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কলা কিনতে আসা ক্রেতা হানিফ মিয়া বলেন, ‘ছোট কলার দাম রোজারে আগের দিনও ছিল ২৫ টাকা হালি; এখন তা ৩০ টাকার ওপরে। সেহরি বা ইফতারে কলা হলে ভালো হয়। সেটার দামও বেড়ে গেছে। কেন বাড়ছে, দোকানি কিছু জানেন না বলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত চান ট্রাম্প, লক্ষ্য চীনের পারমাণবিক স্থাপনা

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত