মাদারীপুর প্রতিনিধি
পরিবেশবান্ধব কেঁচো সার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের রাশিদা বেগম (৪৫)। নিজের তৈরি জৈব সার বিক্রির পাশাপাশি কেঁচোও বিক্রি করেন তিনি। তাঁর এই উদ্যোগ এখন এলাকার অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
রাশিদা বেগম চার সন্তানের মা। স্বামী আনোয়ার হোসেন কিছুদিন সৌদি আরবে ছিলেন। পরে ফিরে এসে কৃষিকাজে যুক্ত হন। সংসারের বাড়তি খরচ সামলাতে রাশিদা বাড়ির পাশে সবজি চাষ শুরু করেন। চাষের জন্য জৈব সারের প্রয়োজন হওয়ায় নিজেই কেঁচো সার তৈরির সিদ্ধান্ত নেন। স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নেন তিনি। এরপর তিন বছর আগে স্বামীর সহযোগিতায় বাড়ির পাশে একটি টিনশেড ঘর করে ছয়টি সিমেন্টের রিং বসিয়ে শুরু করেন কেঁচো সার উৎপাদন। বর্তমানে রিংয়ের সংখ্যা বেড়ে হয়েছে ৯টি।
রাশিদার বাড়িতে পালিত দুটি গরুর গোবর দিয়েই সার উৎপাদন করেন তিনি। এক একটি রিংয়ে প্রতি ২৫-৩০ দিনে এক মণ কেঁচো সার উৎপাদন হয়, যা তিনি ৬০০ টাকা মণ দরে বিক্রি করেন। পাশাপাশি প্রতি কেজি কেঁচো বিক্রি করেন ১,৫০০ টাকায়। তাঁর তৈরি সার স্থানীয় কৃষক এবং কৃষি অফিস কিনে নেয়। মাসে সবজি, সার, দুধ ও কেঁচো বিক্রি করে তাঁর আয় হয় ২০ থেকে ২৫ হাজার টাকা।
রাশিদা বেগম বলেন, ‘সার বিক্রি করে আয় হবে—তা কখনো ভাবিনি। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা আমাকে সহযোগিতা করেছে। কেঁচো সার সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয় বলে এর গুণগত মান ভালো। এখন এর চাহিদাও অনেক বেড়েছে। ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর ইচ্ছে আছে।’
স্বামী আনোয়ার হোসেন বলেন, ‘আমার স্ত্রী প্রায় তিন বছর ধরে কেঁচো সার তৈরি করছে। আমি তাকে সব সময় সহযোগিতা করি। এই সার ফসলের জন্য খুব উপকারী, তাই এর চাহিদাও অনেক।’
প্রতিবেশী তাহমিনা আক্তার বলেন, ‘রাশিদা আপাকে দেখে আমিও কেঁচো সার তৈরি শেখার আগ্রহ পাচ্ছি। এটি ঘরে বসে আয় করার ভালো উপায়।’
মাদারীপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাবরিনা আক্তার বলেন, ‘রাশিদা একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর মতো উদ্যোগে অন্য নারীরাও আগ্রহী হচ্ছেন। আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।’
পরিবেশবান্ধব কেঁচো সার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের রাশিদা বেগম (৪৫)। নিজের তৈরি জৈব সার বিক্রির পাশাপাশি কেঁচোও বিক্রি করেন তিনি। তাঁর এই উদ্যোগ এখন এলাকার অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
রাশিদা বেগম চার সন্তানের মা। স্বামী আনোয়ার হোসেন কিছুদিন সৌদি আরবে ছিলেন। পরে ফিরে এসে কৃষিকাজে যুক্ত হন। সংসারের বাড়তি খরচ সামলাতে রাশিদা বাড়ির পাশে সবজি চাষ শুরু করেন। চাষের জন্য জৈব সারের প্রয়োজন হওয়ায় নিজেই কেঁচো সার তৈরির সিদ্ধান্ত নেন। স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নেন তিনি। এরপর তিন বছর আগে স্বামীর সহযোগিতায় বাড়ির পাশে একটি টিনশেড ঘর করে ছয়টি সিমেন্টের রিং বসিয়ে শুরু করেন কেঁচো সার উৎপাদন। বর্তমানে রিংয়ের সংখ্যা বেড়ে হয়েছে ৯টি।
রাশিদার বাড়িতে পালিত দুটি গরুর গোবর দিয়েই সার উৎপাদন করেন তিনি। এক একটি রিংয়ে প্রতি ২৫-৩০ দিনে এক মণ কেঁচো সার উৎপাদন হয়, যা তিনি ৬০০ টাকা মণ দরে বিক্রি করেন। পাশাপাশি প্রতি কেজি কেঁচো বিক্রি করেন ১,৫০০ টাকায়। তাঁর তৈরি সার স্থানীয় কৃষক এবং কৃষি অফিস কিনে নেয়। মাসে সবজি, সার, দুধ ও কেঁচো বিক্রি করে তাঁর আয় হয় ২০ থেকে ২৫ হাজার টাকা।
রাশিদা বেগম বলেন, ‘সার বিক্রি করে আয় হবে—তা কখনো ভাবিনি। কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা আমাকে সহযোগিতা করেছে। কেঁচো সার সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয় বলে এর গুণগত মান ভালো। এখন এর চাহিদাও অনেক বেড়েছে। ভবিষ্যতে উৎপাদন বাড়ানোর ইচ্ছে আছে।’
স্বামী আনোয়ার হোসেন বলেন, ‘আমার স্ত্রী প্রায় তিন বছর ধরে কেঁচো সার তৈরি করছে। আমি তাকে সব সময় সহযোগিতা করি। এই সার ফসলের জন্য খুব উপকারী, তাই এর চাহিদাও অনেক।’
প্রতিবেশী তাহমিনা আক্তার বলেন, ‘রাশিদা আপাকে দেখে আমিও কেঁচো সার তৈরি শেখার আগ্রহ পাচ্ছি। এটি ঘরে বসে আয় করার ভালো উপায়।’
মাদারীপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাবরিনা আক্তার বলেন, ‘রাশিদা একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর মতো উদ্যোগে অন্য নারীরাও আগ্রহী হচ্ছেন। আমরা তাঁকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।’
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৫ মিনিট আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগে