Ajker Patrika

লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর জেলা কারাগারে মো. সায়েদ হোসেন (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান। 

নিহত ওই হাজতি পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

কারাগার সূত্র ও নিহতের স্বজনেরা জানান, ৬ মার্চ লক্ষ্মীপুরের রায়পুর থেকে মো. সাহেদ হোসেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মাদক মামলায় তিনি কারা হাজতে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সায়েদের স্ত্রী মুন্নি আক্তার (২২) বলেন, কারাগার থেকে ফোনে জানানো হয়েছে আমার স্বামী মারা গেছেন। কীভাবে কি হলো জানি না। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, হাসপাতাল নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে। 

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে হাজতি সায়েদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত