কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের সিমকার্ডে সেভ করা নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় মিলেছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় নদে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম মো. রবিউল (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। মরদেহ শনাক্ত করেছেন ওই যুবকের বোন বিলকিস খাতুন।
পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ‘নিহত ব্যক্তির প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন ছিল। ফোনে প্রথম সেভ করা নম্বর দিয়ে তাঁর পরিচয় মিলেছে। তাঁর বোন বিলকিস মরদেহটি শনাক্ত করেছেন।’
পুলিশ ও এলাকাবাসী বলছে, বেলা সাড়ে ১১টার দিকে গড়াই নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন খেয়াঘাটের মাঝিরা। খবর পেয়ে খোকসা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশকে খবর দেয়। এরপর নৌ-পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন বিলকিস বলেন, ‘আমার ভাই ইলেকট্রিক মিস্ত্রি ছিল। পাঁচ দিন আগে সে নিখোঁজ হয়েছিল। থানায় অভিযোগ দেওয়া আছে। হয়তো তাঁকে কেউ খুন করেছে।’
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। প্রায় পাঁচ দিন আগে সদর থানায় নিখোঁজসংক্রান্ত একটা অভিযোগ ছিল। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এদিকে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, ‘সকালে খোকসায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ নিয়ে আজ থানায় এসেছিল। কিন্তু মরদেহ উদ্ধারের ঘটনাস্থল খোকসা হওয়ায় তাঁদের সেখানে পাঠানো হয়েছিল। তবে এসংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ থানায় নেই।’
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনের সিমকার্ডে সেভ করা নম্বরের সূত্র ধরে তাঁর পরিচয় মিলেছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় নদে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম মো. রবিউল (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার কালিশংকরপুর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। মরদেহ শনাক্ত করেছেন ওই যুবকের বোন বিলকিস খাতুন।
পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ‘নিহত ব্যক্তির প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন ছিল। ফোনে প্রথম সেভ করা নম্বর দিয়ে তাঁর পরিচয় মিলেছে। তাঁর বোন বিলকিস মরদেহটি শনাক্ত করেছেন।’
পুলিশ ও এলাকাবাসী বলছে, বেলা সাড়ে ১১টার দিকে গড়াই নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন খেয়াঘাটের মাঝিরা। খবর পেয়ে খোকসা থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশকে খবর দেয়। এরপর নৌ-পুলিশ মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন বিলকিস বলেন, ‘আমার ভাই ইলেকট্রিক মিস্ত্রি ছিল। পাঁচ দিন আগে সে নিখোঁজ হয়েছিল। থানায় অভিযোগ দেওয়া আছে। হয়তো তাঁকে কেউ খুন করেছে।’
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। প্রায় পাঁচ দিন আগে সদর থানায় নিখোঁজসংক্রান্ত একটা অভিযোগ ছিল। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এদিকে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, ‘সকালে খোকসায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত ব্যক্তির স্বজনেরা লিখিত অভিযোগ নিয়ে আজ থানায় এসেছিল। কিন্তু মরদেহ উদ্ধারের ঘটনাস্থল খোকসা হওয়ায় তাঁদের সেখানে পাঠানো হয়েছিল। তবে এসংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ থানায় নেই।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত তানভীর হাসান শুভ রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ ঘরের মেঝেতে (ফ্লোর বেড) ঘুমিয়ে ছিলেন। একই ঘরের পাশের কক্ষে তাঁর আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং মা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের জানালা দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় গণপিটুনিতে নবী হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠাল তলা) এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ দুই শিশু হলো: জীবিত উদ্ধার হওয়া সিরিনা বেগমের ৫ বছর বয়সী সন্তান এবং মারা যাওয়া সালমা বেগমের..
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১১টা) যানজট রয়েছে।
২ ঘণ্টা আগে