ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।
তিন দিন পর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে ঢাকায় বৈঠকের পর আজ সোমবার বেলা ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়।
৪ মিনিট আগেরাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেটের লাইন টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে অলিউর রহমান (২১) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ৩ট
৬ মিনিট আগেসরকারি ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে বিক্রি হওয়া সারে উৎসে কর আরোপের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন নওগাঁর বিসিআইসি সার ডিলাররা। তাঁদের অভিযোগ, এ ধরনের কর আরোপ হলে সারের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে এবং স্থানীয় পর্যায়ে দাম বাড়বে। আজ সোমবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বাংলাদেশ ফার্টিলাইজার...
১৩ মিনিট আগেজুম্ম ছাত্র-জনতা সংগঠনের ব্যানারে আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও বান্দরবানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সোমবার সকাল থেকে জেলার সাতটি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ অন্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
১৯ মিনিট আগে