কুষ্টিয়া প্রতিনিধি
সড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন দুই নারী। এমন সময় কয়েক যুবক এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শ করেন। ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যান তাঁরা। উত্ত্যক্ত করার ভিডিওটি ঘটনাস্থলের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় উত্ত্যক্তকারী যুবককে আটক করে থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বড় মসজিদ গলিতে এই ঘটনা ঘটে।
আটক যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত দুই নারী বড় মসজিদ গলি ধরে হেঁটে যাচ্ছিলেন। একই সময় সামনের দিক থেকে ছয় যুবক আসছিলেন। একপর্যায়ে কাছে এসে যুবকদের একজন এক নারীর শরীর স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে ওই নারী প্রতিবাদ করলে তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ সময় আশপাশের মানুষজনকে এগিয়ে আসতে দেখা যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই উত্ত্যক্তকারীকে শনাক্ত করা হয়। তারপর তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আটক যুবক উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।
সড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন দুই নারী। এমন সময় কয়েক যুবক এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শ করেন। ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যান তাঁরা। উত্ত্যক্ত করার ভিডিওটি ঘটনাস্থলের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় উত্ত্যক্তকারী যুবককে আটক করে থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বড় মসজিদ গলিতে এই ঘটনা ঘটে।
আটক যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত দুই নারী বড় মসজিদ গলি ধরে হেঁটে যাচ্ছিলেন। একই সময় সামনের দিক থেকে ছয় যুবক আসছিলেন। একপর্যায়ে কাছে এসে যুবকদের একজন এক নারীর শরীর স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে ওই নারী প্রতিবাদ করলে তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ সময় আশপাশের মানুষজনকে এগিয়ে আসতে দেখা যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই উত্ত্যক্তকারীকে শনাক্ত করা হয়। তারপর তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আটক যুবক উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা খালে পড়ে অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। আজ রোববার সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. জামাল। পরে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা মাটিচাপা
২১ মিনিট আগেটাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনায় বিকল্প পদ্ধতিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে