কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর মামলার দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন পাবনা জেলার আমিনপুর থানার দিয়ার-বামুনদী গ্রামের আজিজ মণ্ডলের ছেলে মাদ্রাসাশিক্ষক ইউসুফ আলী (২৭) এবং একই মাদ্রাসার শিক্ষক কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমিন (১৯)।
রায় ঘোষণা সময় আদালত উল্লেখ করেন, ‘এই মামলার কোনো সাক্ষীই আদালতে ইউসুফ ও আল আমিনের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। আর জবানবন্দির তাঁদের কাছ থেকে প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে। সেখানেও কিছু তথ্য অসম্পূর্ণ রয়েছে। তাই এই মামলা থেকে দুজনকে বেকসুর খালাস প্রদান করা হলো।’
এ বিষয়ে আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘এটি সারা দেশে একটি আলোচিত ঘটনা ছিল। আসামিরা পরস্পর যোগসাজশে রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালায়। এই ঘটনায় দুটি মামলা হয়। আরেকটি মামলায় যারা ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল সেই তিন শিশু আসামি আছে, যেটা বিচারাধীন। আর আজ যারা খালাস পেলেন, তাঁরা মাদ্রাসার শিক্ষক। তবে এই মামলার রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে আসামিরা কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন। এ সময় আসামিরা ভাস্কর্যের হাত ও মুখমণ্ডল হাতুড়ি-লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেন। পরে ৬ ডিসেম্বর কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর মামলার দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন পাবনা জেলার আমিনপুর থানার দিয়ার-বামুনদী গ্রামের আজিজ মণ্ডলের ছেলে মাদ্রাসাশিক্ষক ইউসুফ আলী (২৭) এবং একই মাদ্রাসার শিক্ষক কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমিন (১৯)।
রায় ঘোষণা সময় আদালত উল্লেখ করেন, ‘এই মামলার কোনো সাক্ষীই আদালতে ইউসুফ ও আল আমিনের জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। আর জবানবন্দির তাঁদের কাছ থেকে প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে। সেখানেও কিছু তথ্য অসম্পূর্ণ রয়েছে। তাই এই মামলা থেকে দুজনকে বেকসুর খালাস প্রদান করা হলো।’
এ বিষয়ে আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘এটি সারা দেশে একটি আলোচিত ঘটনা ছিল। আসামিরা পরস্পর যোগসাজশে রাতে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর চালায়। এই ঘটনায় দুটি মামলা হয়। আরেকটি মামলায় যারা ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল সেই তিন শিশু আসামি আছে, যেটা বিচারাধীন। আর আজ যারা খালাস পেলেন, তাঁরা মাদ্রাসার শিক্ষক। তবে এই মামলার রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।’
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে আসামিরা কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন। এ সময় আসামিরা ভাস্কর্যের হাত ও মুখমণ্ডল হাতুড়ি-লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেন। পরে ৬ ডিসেম্বর কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের (৩২) মরদেহ প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিহত সুব্রতর লাশ উদ্ধার হয়েছে। এর আগে বিকেল ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের ঘটনা...
১ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরে গত কয়েক মাস ধরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত চার মাসে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ২০৪ জন রোগী। এঁদের মধ্যে জুলাই মাসে এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও প্রতিদিন ৮-১০ জন করে জ্বরে আক্রান্ত রোগী আসছেন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষায় তাদের মধ্যে...
১ ঘণ্টা আগেথানায় অভিযোগকারী শাহীদা বেগম বলেন, `আমার ছেলেসহ বাকিদের পাঞ্জাবি, টুপি পরিয়ে রসিদ বই দিয়ে টাকা উঠানোর জন্য পাঠায় মাদ্রাসার হুজুররা। এখান থেকে একটি অংশ যারা টাকা উঠায় তাদের দেওয়া হয়, বাকি টাকা নুরে আলম ও মোবারকের পরিবার নিয়ে যায়।’
১ ঘণ্টা আগেগ্রামের দরিদ্র মানুষকে বিনা খরচে চিকিৎসাসেবা দিতে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে ২৫ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এখানে সর্দি, জ্বর, আমাশয়, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, মাথাব্যথাসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা দিতে প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার.
১ ঘণ্টা আগে