কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ আসনের খোকসায় নির্বাচন পরবর্তী সহিংসতা রূপ নিয়েছে চরমে। সর্বশেষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ ঘটনায় নৌকার ৪টি বাড়ি ভাঙচুর, গরু ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনা ছাড়াও গত চার দিনে খোকসা থানায় তিনটি মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এসব মামলায় এরই মধ্যে চারজনকে আটক করেছে।
খোকসার জয়ন্তীহাজরা, আমবাড়িয়া, জানিপুর ইউনিয়নসহ ৯ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নির্বাচনের আগে ও পরে কমপক্ষে ২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনের পর বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে আধিপত্য বিস্তার ও টিকে থাকার লড়াইয়ের বলি হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।
নৌকার সমর্থক জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকিব খান টিপু এবং সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আরিফুল ইসলাম নয়ন গ্রুপ নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত কমপক্ষে পাঁচবার পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে। এই সময়ে থানায় তিনটি মামলাও রেকর্ড হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। টিপু ও আরিফুল ইসলাম নয়নের দুই গ্রুপ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, লাগোয়া দুই গ্রাম উথলী ও রাধানগর। দুটি গ্রামেই নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা রয়েছে। ঘটনার দিন বুধবার রাতে ট্রাক প্রতীকের সমর্থকেরা প্রথমে নৌকা প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরপর তাঁরাই (ট্রাক) ‘ডাকাত পড়েছে’ বলে উথলী গ্রামের মহিষবাথান মসজিদের মাইক থেকে প্রতিহত করার জন্য ঘোষণা দেয়। তখন নৌকার সমর্থকেরাও রাধানগর মসজিদের মাইক থেকে পাল্টা প্রতিহতের জন্য ঘোষণা দেয়।
হামলার সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা উথলী গ্রামের নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাকের বাড়িসহ নৌকার অপর সমর্থক সাবেক ইউপি সদস্য বদিয়ার রহমান, মোস্তফা, সালাম ও কুতুবের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ চালায় বলে খবর পাওয়া যায়।
এই হামলা ও মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, রাধানগর ও উথলী গ্রামে পরপর কয়েকটি হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার সরেজমিনে রাধানগর ও উথলী গ্রামে হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন আজকের পত্রিকার এই প্রতিনিধি। তবে প্রভাবশালী নেতাদের ভয়ে এসব গ্রামের কেউ মুখ খুলতে রাজি হননি।
উথলী গ্রামে সরেজমিনে দেখা যায়, গোয়ালের গরু-ছাগল ও নগদ টাকা লুট হয়ে যাওয়ায় শোকে অসুস্থ হয়ে পড়েছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক। তাঁকে ঘিরে পরিবার ও গ্রামের নারীরা ব্যস্ত। উঠানে বসিয়ে তাঁর মাথায় পানি দেওয়া হচ্ছে। কেউ বুকে তেল মাখিয়ে দিচ্ছেন।
স্বামীকে সেবার ফাঁকে হামলার বর্ণনা দেন শেফালি বেগম। তাঁর ভাষ্যমতে, তখনো রাতের খাবার শেষ হয়নি। এমন সময় হঠাৎ মাইকে হামলার ঘোষণা শুনতে পান। এর কয়েক মুহূর্তের মধ্যে তাঁর বাড়ির আঙিনায় ট্রাক প্রতীকের লোকেরা স্লোগান দিয়ে ৪-৫ রাউন্ড গুলি চালায়। এ সময় তিনি সন্তানদের নিয়ে বাড়ির পাশের আখ খেতে আশ্রয় নেন। রাতে পুলিশ আসলে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আর কিছুই অক্ষত অবস্থায় পাননি। বাড়িতে গচ্ছিত সোনার গয়না ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় প্রতিপক্ষের হামলাকারীরা।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক জানান, মাইকে ঘোষণা দিয়ে ট্রাকের সমর্থকেরা হামলা করেছে। তিনি এ সময় বাড়ি ছিলেন না। এ হামলার পর থেকে তিনি ও তাঁর লোকেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ট্রাকের সমর্থক মিজানুর রহমান মিজান ডাক্তারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, প্রতিপক্ষ নৌকার সমর্থকেরা তাঁর বাড়িতে হামলার জন্য মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়। তাঁর বাড়ির নারীরা হামলাকারীদের প্রতিহত করতে পাল্টা আক্রমণ চালালে নৌকার সমর্থকেরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকিব খান টিপু, নৌকার সমর্থক সাকিব খান টিপু ও ট্রাক প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম নয়নের বাড়িতে খোঁজ নিয়ে তাঁদের পাওয়া যায়নি। পরে তাঁদের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বুধবার রাতের হামলার ঘটনায় নতুন একটি মামলা রেকর্ড হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
কুষ্টিয়া-৪ আসনের খোকসায় নির্বাচন পরবর্তী সহিংসতা রূপ নিয়েছে চরমে। সর্বশেষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ ঘটনায় নৌকার ৪টি বাড়ি ভাঙচুর, গরু ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনা ছাড়াও গত চার দিনে খোকসা থানায় তিনটি মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এসব মামলায় এরই মধ্যে চারজনকে আটক করেছে।
খোকসার জয়ন্তীহাজরা, আমবাড়িয়া, জানিপুর ইউনিয়নসহ ৯ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নির্বাচনের আগে ও পরে কমপক্ষে ২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনের পর বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে আধিপত্য বিস্তার ও টিকে থাকার লড়াইয়ের বলি হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।
নৌকার সমর্থক জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকিব খান টিপু এবং সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আরিফুল ইসলাম নয়ন গ্রুপ নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত কমপক্ষে পাঁচবার পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে। এই সময়ে থানায় তিনটি মামলাও রেকর্ড হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। টিপু ও আরিফুল ইসলাম নয়নের দুই গ্রুপ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, লাগোয়া দুই গ্রাম উথলী ও রাধানগর। দুটি গ্রামেই নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা রয়েছে। ঘটনার দিন বুধবার রাতে ট্রাক প্রতীকের সমর্থকেরা প্রথমে নৌকা প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এরপর তাঁরাই (ট্রাক) ‘ডাকাত পড়েছে’ বলে উথলী গ্রামের মহিষবাথান মসজিদের মাইক থেকে প্রতিহত করার জন্য ঘোষণা দেয়। তখন নৌকার সমর্থকেরাও রাধানগর মসজিদের মাইক থেকে পাল্টা প্রতিহতের জন্য ঘোষণা দেয়।
হামলার সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা উথলী গ্রামের নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাকের বাড়িসহ নৌকার অপর সমর্থক সাবেক ইউপি সদস্য বদিয়ার রহমান, মোস্তফা, সালাম ও কুতুবের বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ চালায় বলে খবর পাওয়া যায়।
এই হামলা ও মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ জানান, রাধানগর ও উথলী গ্রামে পরপর কয়েকটি হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার সরেজমিনে রাধানগর ও উথলী গ্রামে হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন আজকের পত্রিকার এই প্রতিনিধি। তবে প্রভাবশালী নেতাদের ভয়ে এসব গ্রামের কেউ মুখ খুলতে রাজি হননি।
উথলী গ্রামে সরেজমিনে দেখা যায়, গোয়ালের গরু-ছাগল ও নগদ টাকা লুট হয়ে যাওয়ায় শোকে অসুস্থ হয়ে পড়েছেন জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক। তাঁকে ঘিরে পরিবার ও গ্রামের নারীরা ব্যস্ত। উঠানে বসিয়ে তাঁর মাথায় পানি দেওয়া হচ্ছে। কেউ বুকে তেল মাখিয়ে দিচ্ছেন।
স্বামীকে সেবার ফাঁকে হামলার বর্ণনা দেন শেফালি বেগম। তাঁর ভাষ্যমতে, তখনো রাতের খাবার শেষ হয়নি। এমন সময় হঠাৎ মাইকে হামলার ঘোষণা শুনতে পান। এর কয়েক মুহূর্তের মধ্যে তাঁর বাড়ির আঙিনায় ট্রাক প্রতীকের লোকেরা স্লোগান দিয়ে ৪-৫ রাউন্ড গুলি চালায়। এ সময় তিনি সন্তানদের নিয়ে বাড়ির পাশের আখ খেতে আশ্রয় নেন। রাতে পুলিশ আসলে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আর কিছুই অক্ষত অবস্থায় পাননি। বাড়িতে গচ্ছিত সোনার গয়না ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় প্রতিপক্ষের হামলাকারীরা।
জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক জানান, মাইকে ঘোষণা দিয়ে ট্রাকের সমর্থকেরা হামলা করেছে। তিনি এ সময় বাড়ি ছিলেন না। এ হামলার পর থেকে তিনি ও তাঁর লোকেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ট্রাকের সমর্থক মিজানুর রহমান মিজান ডাক্তারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, প্রতিপক্ষ নৌকার সমর্থকেরা তাঁর বাড়িতে হামলার জন্য মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়। তাঁর বাড়ির নারীরা হামলাকারীদের প্রতিহত করতে পাল্টা আক্রমণ চালালে নৌকার সমর্থকেরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকিব খান টিপু, নৌকার সমর্থক সাকিব খান টিপু ও ট্রাক প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম নয়নের বাড়িতে খোঁজ নিয়ে তাঁদের পাওয়া যায়নি। পরে তাঁদের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, বুধবার রাতের হামলার ঘটনায় নতুন একটি মামলা রেকর্ড হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৩ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৩ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৩ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে