ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তাহসিব হুসাইন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী।
নিহত তাহসিব হুসাইন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিভাগ ও সহপাঠী সূত্রে জানা গেছে, তাহসিবের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। গত ১ মে সকালে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে চড়ে যাচ্ছিলেন তাহসিব। এ সময় একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে যান তিনি। এ সময় তাঁর মাথার পেছনের হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তাকে তাৎক্ষণিক ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসকেরা তাহসিবকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে গত ৪ মে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির প্রথম দিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ সময় ভেন্টিলেশনে নেওয়া হলেও তার হৃৎস্পন্দন অনেক কমছিল। পরে আনুমানিক রাত ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, ‘শিক্ষার্থীকে চিরতরে হারানো খুব বেদনাদায়ক। তাহসিবের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তাহসিব হুসাইন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী।
নিহত তাহসিব হুসাইন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিভাগ ও সহপাঠী সূত্রে জানা গেছে, তাহসিবের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। গত ১ মে সকালে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে চড়ে যাচ্ছিলেন তাহসিব। এ সময় একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে যান তিনি। এ সময় তাঁর মাথার পেছনের হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তাকে তাৎক্ষণিক ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসকেরা তাহসিবকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে গত ৪ মে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির প্রথম দিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ সময় ভেন্টিলেশনে নেওয়া হলেও তার হৃৎস্পন্দন অনেক কমছিল। পরে আনুমানিক রাত ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা।
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, ‘শিক্ষার্থীকে চিরতরে হারানো খুব বেদনাদায়ক। তাহসিবের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের এই বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। ওই সময় বাড়ির মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। পরে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারি আবারও বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়। সব শেষ আজ তৃতীয়বার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে
৫ মিনিট আগেঅনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন। কেউ কেউ দাবি করছেন, গ্রিন সিগন্যাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনো রেড সিগন্যালে আছেন।
১৭ মিনিট আগেরাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে টানা ছয় ঘণ্টার বৃষ্টি পরদিন ব্যাপক ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। টানা বৃষ্টিতে পানির নিচে চলে যায় শহরের অনেক পথঘাট। আজ বুধবার মিরপুরের শেওড়াপাড়া, নিউমার্কেট এলাকা, গ্রিন রোড, আজিমপুর, আরামবাগ, মালিবাগ, মৌচাক মার্কেট এলাকাসহ আরও অনেক সড়কে পানি জমে থাকতে দেখা
২০ মিনিট আগেসাজ্জাত আলী বলেন, যেখানে প্রতিমা বিসর্জন হবে, সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।
২৫ মিনিট আগে