Ajker Patrika

ফেসবুকে অডিও: ইবি উপাচার্যের অফিসে পুলিশের তল্লাশি

ইবি প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৫৩
ফেসবুকে অডিও: ইবি উপাচার্যের অফিসে পুলিশের তল্লাশি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগসংক্রান্ত বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় সরব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। এ ঘটনায় আজ সোমবার উপাচার্যের অফিসে তল্লাশি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

তল্লাশির পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘তল্লাশির সময় ছিল প্রায় আধঘণ্টা। সন্দেহজনক কিছুই পাইনি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা পেলে আবারও সন্দেহভাজন জায়গাতে তল্লাশি পরিচালনা করব।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহকারী প্রক্টর শফিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জায়েদ বিপ্লব, বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান উপ-রেজিস্ট্রার শামছুল ইসলাম জোহা, নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদ। এ সময় আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয় তালা লাগিয়ে দেন। 

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাঁদের বেশির ভাগই ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী।

একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। তিনি কথা বলে আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে ফিরে যান।  এ সময় অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু, সাধারণ সম্পাদক রাসেল জোদ্দারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

এদিকে এ ঘটনায় প্রশাসন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পূজা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

তারেক মনোয়ারের বক্তব্যের ‘দায় নেবে না’ জামায়াত

সিলেটে আ.লীগের লোকজন নিয়ে পুলিশের সিদ্ধান্ত ভাইরাল, কমিশনার বললেন—‘শব্দগত ভুল’

আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন—টেলিটকের গণশুনানিতে গ্রাহক

ক্ষমা না চাইলে জামায়াত ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত নেতাকে পাশে বসিয়ে কাদের সিদ্দিকী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত