ইবি প্রতিনিধি
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার নাজমুল হক।
ভুক্তভোগীর অভিযোগপত্রে বলা হয়, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়ে গতকাল রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল খানের নেতৃত্বে ৮-১০ জন লাঠি নিয়ে গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন। ড্রাইভার গাড়ি থামানো মাত্র লাঠি দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
পরে তাঁরা গাড়িতে উঠে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি মারধর করেন। সঙ্গে থাকা গাড়ি ভাড়ার নগদ ৩১ হাজার ৮৪০ টাকা শিমুল খান জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের ঘটনাস্থলেই আমি ছিলাম না। ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘শিমুল খান ছাত্রলীগের কর্মী। তবে এটা ম্যানেজমেন্ট বিভাগের ঝামেলা। ছাত্রলীগের কোনো ঘটনা নয়। যেহেতু প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে অভিযোগটা পাঠিয়েছে। ওটা আমি দেখেছি। কিন্তু অভিযোগটা অফিশিয়াল আসতে হবে। আজকে তো অফিস বন্ধ। আগামীকাল যদি অফিশিয়াল আসে। তাহলে আমরা করণীয় নির্ধারণ করব।’
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার নাজমুল হক।
ভুক্তভোগীর অভিযোগপত্রে বলা হয়, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়ে গতকাল রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল খানের নেতৃত্বে ৮-১০ জন লাঠি নিয়ে গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন। ড্রাইভার গাড়ি থামানো মাত্র লাঠি দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
পরে তাঁরা গাড়িতে উঠে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি মারধর করেন। সঙ্গে থাকা গাড়ি ভাড়ার নগদ ৩১ হাজার ৮৪০ টাকা শিমুল খান জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের ঘটনাস্থলেই আমি ছিলাম না। ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘শিমুল খান ছাত্রলীগের কর্মী। তবে এটা ম্যানেজমেন্ট বিভাগের ঝামেলা। ছাত্রলীগের কোনো ঘটনা নয়। যেহেতু প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে অভিযোগটা পাঠিয়েছে। ওটা আমি দেখেছি। কিন্তু অভিযোগটা অফিশিয়াল আসতে হবে। আজকে তো অফিস বন্ধ। আগামীকাল যদি অফিশিয়াল আসে। তাহলে আমরা করণীয় নির্ধারণ করব।’
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট গ্রামে ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা জানা যায়। নিহতরা হলেন ওই গ্রামের জগদীশ রায়ের স্ত্রী সুমনা রানী (৪২) ও তাঁর বাক্প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন মেয়ে শাপলা রানী (১৮)।
১৩ মিনিট আগেরংপুর বিভাগজুড়ে প্রতিদিন গড়ে দেড় হাজারের বেশি পশু জবাই করা হচ্ছে। কিন্তু এসব পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। বিভাগে ১ হাজার ৩০৩টি হাট-বাজার রয়েছে, তবে কোথাও নেই আধুনিক কসাইখানা বা ভেটেরিনারি সার্জনের উপস্থিতি।
৯ ঘণ্টা আগেচারদিকে ঝোপঝাড়। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। নেই টিউবওয়েল। এ দৃশ্য রংপুরের পীরগাছা উপজেলার প্রতিপাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে। বর্তমানে সেখানকার ২৮ ঘরই তালাবদ্ধ। বারান্দায় খড়, লাকড়ি স্তূপ করে রাখা। কোথাও ধরেছে ফাটল, কোথাও দেখা দিয়েছে ভাঙন। অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমিহীনদের ঘর বরাদ্দ না দিয়ে বাইরের...
৯ ঘণ্টা আগেজনবলসংকট, যন্ত্রপাতির অপ্রতুলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে সরকারি এ হাসপাতালটির চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও রোগীরা। এদিকে চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালটিতে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে...
৯ ঘণ্টা আগে