ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দলুয়া গ্রামের মাঠে কৃষকেরা ট্রান্সমিটার দেখতে না পেয়ে নলকূপের মালিককে জানান।
গতকাল বুধবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, বুধবার রাতে উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের ১০ কেভি তিনটি ট্রান্সমিটার চুরি হয়। আজ সকালে মাঠে গিয়ে কৃষকেরা ট্রান্সমিটার না দেখে নলকূপের মালিককে অবহিত করেন। পরে তিনি প্রকল্প কর্মকর্তাদের বিষয়টি জানান।
সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘রাতে কোনো এক সময় সেচ পাম্পের তিনটি ট্রান্সমিটার চুরি হয়। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচসুবিধা ব্যাহত হবে।’
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।’
দৌলতপুর বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপসহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, ‘তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। মাঠে সেচ প্রকল্পে আরও ট্রান্সমিটার রয়েছে, সেগুলো রক্ষা ও চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী রোববার ভেড়ামারা ও দৌলতপুর থানার ওসির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দলুয়া গ্রামের মাঠে কৃষকেরা ট্রান্সমিটার দেখতে না পেয়ে নলকূপের মালিককে জানান।
গতকাল বুধবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, বুধবার রাতে উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের ১০ কেভি তিনটি ট্রান্সমিটার চুরি হয়। আজ সকালে মাঠে গিয়ে কৃষকেরা ট্রান্সমিটার না দেখে নলকূপের মালিককে অবহিত করেন। পরে তিনি প্রকল্প কর্মকর্তাদের বিষয়টি জানান।
সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘রাতে কোনো এক সময় সেচ পাম্পের তিনটি ট্রান্সমিটার চুরি হয়। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচসুবিধা ব্যাহত হবে।’
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।’
দৌলতপুর বিএডিসির (ক্ষুদ্র সেচ) উপসহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, ‘তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। মাঠে সেচ প্রকল্পে আরও ট্রান্সমিটার রয়েছে, সেগুলো রক্ষা ও চোর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী রোববার ভেড়ামারা ও দৌলতপুর থানার ওসির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
৯ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
২১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
২৭ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
৩০ মিনিট আগে