ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং কিউব প্রদর্শনী করা হয়। মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকেরা বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে, কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদের দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদের উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।’
এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘নিশ্চয়ই বিজ্ঞান মেলা একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যদি ছাত্রসংগঠনগুলো নেয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এ রকম উদ্যোগ নিলে প্রশাসনের সহযোগিতা থাকবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ছাত্রশিবিরের তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মেলা উপলক্ষে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং কিউব প্রদর্শনী করা হয়। মেলা প্রাঙ্গণে ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকেরা বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে, কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদের দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদের উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।’
এ সময় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘নিশ্চয়ই বিজ্ঞান মেলা একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যদি ছাত্রসংগঠনগুলো নেয় তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। এ রকম উদ্যোগ নিলে প্রশাসনের সহযোগিতা থাকবে।’
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা খালে পড়ে অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। আজ রোববার সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. জামাল। পরে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা মাটিচাপা
২৩ মিনিট আগেটাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনায় বিকল্প পদ্ধতিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে