কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জামিন পেয়ে বাড়ি ফেরার জন্য আদালত চত্বর থেকে বের হওয়ার পরপরই বাদীপক্ষের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার আহত ব্যক্তিরা দৌড়ে গিয়ে আদালতে আশ্রয় নিলে সংশ্লিষ্ট আদালতের দুই পুলিশ কর্মকর্তার সহায়তায় তাঁদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজন হলেন হৃদয় মিয়া (৩০) ও দুলাল (৪৮)।
এর আগে অষ্টগ্রাম থানার একটি মারামারি মামলায় কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪–এ হাজির হয়ে ১১ জন আসামি জামিন পান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ এপ্রিল দুই পক্ষের মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহেল মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় মামলা করেন। আজ সংশ্লিষ্ট আদালতে ১১ জন আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে বাড়ি ফেরার জন্য বেলা ১টার দিকে তাঁরা আদালত থেকে বেরিয়ে ডায়াবেটিস হাসপাতালের সামনে পৌঁছামাত্র বাদীপক্ষের ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে হৃদয় মিয়া, দুলাল, দীপু, ফরিদ, ওয়েব আলী, রহমত আলী ও বরকত আলী আহত হন।
আহত হৃদয়ের চাচা তাহের মিয়া বলেন, ‘আওয়ামী লীগের দোসর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়ার নেতৃত্বে তার আত্মীয়স্বজন ও শহরের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কুপিয়ে আমার ভাতিজা হৃদয়ের হাতের আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে, সারা শরীরে কুপিয়েছে। এ ছাড়া আমার চাচাতো ভাই দুলালকে বুকে, পিঠে ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে।’
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জে জামিন পেয়ে বাড়ি ফেরার জন্য আদালত চত্বর থেকে বের হওয়ার পরপরই বাদীপক্ষের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসংলগ্ন ডায়াবেটিস হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার আহত ব্যক্তিরা দৌড়ে গিয়ে আদালতে আশ্রয় নিলে সংশ্লিষ্ট আদালতের দুই পুলিশ কর্মকর্তার সহায়তায় তাঁদের কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজন হলেন হৃদয় মিয়া (৩০) ও দুলাল (৪৮)।
এর আগে অষ্টগ্রাম থানার একটি মারামারি মামলায় কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪–এ হাজির হয়ে ১১ জন আসামি জামিন পান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ এপ্রিল দুই পক্ষের মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহেল মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় মামলা করেন। আজ সংশ্লিষ্ট আদালতে ১১ জন আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে বাড়ি ফেরার জন্য বেলা ১টার দিকে তাঁরা আদালত থেকে বেরিয়ে ডায়াবেটিস হাসপাতালের সামনে পৌঁছামাত্র বাদীপক্ষের ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে হৃদয় মিয়া, দুলাল, দীপু, ফরিদ, ওয়েব আলী, রহমত আলী ও বরকত আলী আহত হন।
আহত হৃদয়ের চাচা তাহের মিয়া বলেন, ‘আওয়ামী লীগের দোসর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়ার নেতৃত্বে তার আত্মীয়স্বজন ও শহরের সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কুপিয়ে আমার ভাতিজা হৃদয়ের হাতের আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে, সারা শরীরে কুপিয়েছে। এ ছাড়া আমার চাচাতো ভাই দুলালকে বুকে, পিঠে ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে।’
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে