Ajker Patrika

কিশোরগঞ্জে এক সপ্তাহে করোনায় শনাক্ত ৮৩০, মৃত্যু ১২

প্রতিনিধি, কিশোরগঞ্জ
আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩: ২৭
কিশোরগঞ্জে এক সপ্তাহে করোনায় শনাক্ত ৮৩০, মৃত্যু ১২

কিশোরগঞ্জে গত এক সপ্তাহে ২ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষায় ৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১২ জন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুজনসহ গত এক সপ্তাহে ১২ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুজন। 

নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৫২, তাড়াইল উপজেলার ৩, পাকুন্দিয়া উপজেলার ১০, কটিয়াদী উপজেলার ৫, কুলিয়ারচর উপজেলার ৪, ভৈরব উপজেলার ৯, নিকলী উপজেলার ৫, বাজিতপুর উপজেলার ১৬, ইটনা উপজেলার ৬, মিঠামইন উপজেলার ৬ ও অষ্টগ্রাম উপজেলার ৬ জন রয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭৬ জন। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৬। তাঁদের মধ্যে ৭৭ জন হাসপাতালে ও ১ হাজার ৯৯৯ জন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৯০৮, হোসেনপুর উপজেলার ১৪৩, করিমগঞ্জ উপজেলার ৩৮, তাড়াইল উপজেলার ৬৩, পাকুন্দিয়া উপজেলার ১৯৬, কটিয়াদী উপজেলার ২৮৬, কুলিয়ারচর উপজেলার ৫৬, ভৈরব উপজেলার ১৯২, নিকলী উপজেলার ২৯, বাজিতপুর উপজেলার ৯৬, ইটনা উপজেলার ৩১, মিঠামইন উপজেলার ২৪ ও অষ্টগ্রাম উপজেলার ১৪ জন রয়েছেন। 

এখন পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ১৮২ জন। তাঁদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৫১, হোসেনপুর উপজেলার ৬, করিমগঞ্জ উপজেলার ৯, তাড়াইল উপজেলার ৫, পাকুন্দিয়া উপজেলার ৯, কটিয়াদী উপজেলার ৯, কুলিয়ারচর উপজেলার ৬, ভৈরব উপজেলার ২৮, নিকলী উপজেলার ৭, বাজিতপুর উপজেলার ১০, ইটনা উপজেলার ১ ও মিঠামইন উপজেলার ১ জন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। 

এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ১৪২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত