কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে মাটিতে পুঁতে রাখা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশটি ১০ দিন আগে নিখোঁজ হওয়া একই ইউনিয়নের সোহান আহমেদ আলিফের (২৩) বলে তাঁর মা শনাক্ত করেছেন।
সোহান রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল (কলাপাড়) গ্রামের প্রবাসী শফিকুল আহমেদ বাচ্চুর ছেলে। ২০ মার্চ সোহান নিখোঁজ হন। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ মার্চ তাঁর মা হাওয়া আক্তার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
রশিদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল জানান, গতকাল সকালে বৃষ্টি সময় রশিদাবাদ ইউনিয়নের উলুহাটির বন্দের গাউছুল আজম কবরস্থানের জন্য বরাদ্দ করা জায়গায় মাটির ডিবির এক পাশের মাটি সরে যায়। এ সময় ওই স্থানে কাক ও শিয়ালের বিচরণ দেখে এলাকার লোকজন সেখানে ছুটে যান। লোকজন মাটিতে পুঁতে রাখা লাশের অংশ বিশেষ দেখতে পান। খবর পেয়ে পুলিশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডোম সাহাবুদ্দিনকে দিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আরও জানান, নিখোঁজ হওয়া সোহানের মা লাশের পরনে কালো রঙের জিনস প্যান্ট ও কোমরে কালো রঙের বেল্ট দেখে নিশ্চিত হন এটি তাঁর ছেলের মরদেহ।
হাওয়া আক্তার বলেন, ‘আমার বড় ছেলে আলিফ বেরুয়াইল কলাপাড়া এলাকার হাইয়ুলের দরজির দোকানে কাজ করত। ২০ মার্চ থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। ২৮ মার্চ কিশোরগঞ্জ মডেল থানায় একটি জিডি করি। আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে দোকান থেকে মো. অন্তর (১৯), মাসুদ (২৪), হুমায়ুন (৩৪), মকুল (২০) ও আনন্দসহ (১৯) কয়েকজন ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তারা ছেলের লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রাখে। আমার বুকটা খালি কইরা দিল ওরা। আমি হত্যাকারীদের বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশটি হাওয়া আক্তার তাঁর ছেলের বলে শনাক্ত করেছেন। আজ বৃহস্পতিবার হাওয়া বাদী হয়ে পাঁচজনের নামসহ ছয়-সাতজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, ‘ইতিমধ্যে এজাহারনামীয় আসামি হুমায়ুন ও আনন্দকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আজ গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
কিশোরগঞ্জে মাটিতে পুঁতে রাখা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশটি ১০ দিন আগে নিখোঁজ হওয়া একই ইউনিয়নের সোহান আহমেদ আলিফের (২৩) বলে তাঁর মা শনাক্ত করেছেন।
সোহান রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল (কলাপাড়) গ্রামের প্রবাসী শফিকুল আহমেদ বাচ্চুর ছেলে। ২০ মার্চ সোহান নিখোঁজ হন। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ মার্চ তাঁর মা হাওয়া আক্তার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
রশিদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল জানান, গতকাল সকালে বৃষ্টি সময় রশিদাবাদ ইউনিয়নের উলুহাটির বন্দের গাউছুল আজম কবরস্থানের জন্য বরাদ্দ করা জায়গায় মাটির ডিবির এক পাশের মাটি সরে যায়। এ সময় ওই স্থানে কাক ও শিয়ালের বিচরণ দেখে এলাকার লোকজন সেখানে ছুটে যান। লোকজন মাটিতে পুঁতে রাখা লাশের অংশ বিশেষ দেখতে পান। খবর পেয়ে পুলিশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডোম সাহাবুদ্দিনকে দিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
ইউপি চেয়ারম্যান আরও জানান, নিখোঁজ হওয়া সোহানের মা লাশের পরনে কালো রঙের জিনস প্যান্ট ও কোমরে কালো রঙের বেল্ট দেখে নিশ্চিত হন এটি তাঁর ছেলের মরদেহ।
হাওয়া আক্তার বলেন, ‘আমার বড় ছেলে আলিফ বেরুয়াইল কলাপাড়া এলাকার হাইয়ুলের দরজির দোকানে কাজ করত। ২০ মার্চ থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। ২৮ মার্চ কিশোরগঞ্জ মডেল থানায় একটি জিডি করি। আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে দোকান থেকে মো. অন্তর (১৯), মাসুদ (২৪), হুমায়ুন (৩৪), মকুল (২০) ও আনন্দসহ (১৯) কয়েকজন ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তারা ছেলের লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রাখে। আমার বুকটা খালি কইরা দিল ওরা। আমি হত্যাকারীদের বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশটি হাওয়া আক্তার তাঁর ছেলের বলে শনাক্ত করেছেন। আজ বৃহস্পতিবার হাওয়া বাদী হয়ে পাঁচজনের নামসহ ছয়-সাতজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি বলেন, ‘ইতিমধ্যে এজাহারনামীয় আসামি হুমায়ুন ও আনন্দকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আজ গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের চারটি সহসম্পাদকের পদ বাদ দিয়ে চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপা
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনের সময়কার এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত মোটা সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের ভাই জাকসু নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়েছেন।
২ ঘণ্টা আগেসিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে