কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে উপস্থিত জনতা। এ সময় তাঁর কাছ থেকে খোয়া যাওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন তাঁরা।
এ দিকে আটক ওই নারীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। তাঁকে আটকের পর তাঁর বড় বোন পালিয়ে গেছেন।
পুলিশ বলছে, ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি তাঁর বোনসহ যশোরে থাকেন। সেখান থেকে গিয়ে তাঁরা চুরির কাজ করেন। চুরির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
আজ বুধবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনার পর পুলিশ ওই তরুণীকে থানায় নিয়েছে। আটক তরুণীর নাম বোন রিফা (২৫)। তাঁর বোনের নাম ইমা খাতুন (৩০)।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এটি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্য দিনের ঘটনা।
আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপস্থিত জনতা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রোগীরা টিকিট কাটতে ও ওষুধ নিতে লাইনে দাঁড়ায়। এর মধ্যে চারজনের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সেখানে চুরি করার সময় ওই নারীকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর বোন পালিয়ে যায়।
ঘটনাস্থলে কলেজ পাড়ার এলাকার তানিয়া খাতুনের ২ হাজার ৬০০ টাকা, বিদ্যাধরপুর গ্রামের জারেকা ১ হাজার ৫০০ টাকা, শাপলা খাতুনের ২ হাজার ৯০০ টাকা চুরি গেছে বলে দাবি করেছেন।
আটক তরুণী রিফা বলেন, ‘ঈদের আগে বোনের বাড়িতে এসেছিলাম। আমার পেটে বাচ্চা। তাই বোন আমাকে বলল মেডিকেলে যাওয়ার জন্য। আমি তাঁর সঙ্গে এসেছিলাম। ধরা পড়ার পর আমাকে ফেলে রেখে পালিয়েছে। আমার বোন এখানে কালিগঞ্জ বেদে পল্লিতে থাকে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইউনুচ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী থানায় রয়েছে। তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর সঙ্গে বড় বোন ছিলেন। তিনি পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’
ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে উপস্থিত জনতা। এ সময় তাঁর কাছ থেকে খোয়া যাওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন তাঁরা।
এ দিকে আটক ওই নারীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। তাঁকে আটকের পর তাঁর বড় বোন পালিয়ে গেছেন।
পুলিশ বলছে, ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি তাঁর বোনসহ যশোরে থাকেন। সেখান থেকে গিয়ে তাঁরা চুরির কাজ করেন। চুরির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
আজ বুধবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনার পর পুলিশ ওই তরুণীকে থানায় নিয়েছে। আটক তরুণীর নাম বোন রিফা (২৫)। তাঁর বোনের নাম ইমা খাতুন (৩০)।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এটি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্য দিনের ঘটনা।
আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপস্থিত জনতা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রোগীরা টিকিট কাটতে ও ওষুধ নিতে লাইনে দাঁড়ায়। এর মধ্যে চারজনের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সেখানে চুরি করার সময় ওই নারীকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর বোন পালিয়ে যায়।
ঘটনাস্থলে কলেজ পাড়ার এলাকার তানিয়া খাতুনের ২ হাজার ৬০০ টাকা, বিদ্যাধরপুর গ্রামের জারেকা ১ হাজার ৫০০ টাকা, শাপলা খাতুনের ২ হাজার ৯০০ টাকা চুরি গেছে বলে দাবি করেছেন।
আটক তরুণী রিফা বলেন, ‘ঈদের আগে বোনের বাড়িতে এসেছিলাম। আমার পেটে বাচ্চা। তাই বোন আমাকে বলল মেডিকেলে যাওয়ার জন্য। আমি তাঁর সঙ্গে এসেছিলাম। ধরা পড়ার পর আমাকে ফেলে রেখে পালিয়েছে। আমার বোন এখানে কালিগঞ্জ বেদে পল্লিতে থাকে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইউনুচ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী থানায় রয়েছে। তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর সঙ্গে বড় বোন ছিলেন। তিনি পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৩ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৩ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে