Ajker Patrika

ফেসবুকে ভাইরাল ফুটেজ দেখে উত্ত্যক্তকারীকে ধরল পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি
বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত
বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত

সড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন দুই নারী। এমন সময় কয়েক যুবক এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শ করেন। ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যান তাঁরা। উত্ত্যক্ত করার ভিডিওটি ঘটনাস্থলের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় উত্ত্যক্তকারী যুবককে আটক করে থানা-পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বড় মসজিদ গলিতে এই ঘটনা ঘটে।

আটক যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরিহিত দুই নারী বড় মসজিদ গলি ধরে হেঁটে যাচ্ছিলেন। একই সময় সামনের দিক থেকে ছয় যুবক আসছিলেন। একপর্যায়ে কাছে এসে যুবকদের একজন এক নারীর শরীর স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে ওই নারী প্রতিবাদ করলে তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ সময় আশপাশের মানুষজনকে এগিয়ে আসতে দেখা যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ওই উত্ত্যক্তকারীকে শনাক্ত করা হয়। তারপর তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আটক যুবক উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। তবে ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত