Ajker Patrika

মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন কেশবপুর

কেশবপুর (যশোর) প্রতিনিধি 
পুরস্কার নিয়ে অতিথিদের সঙ্গে ফটোসেশনে হকিতে চ্যাম্পিয়ন হওয়া কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
পুরস্কার নিয়ে অতিথিদের সঙ্গে ফটোসেশনে হকিতে চ্যাম্পিয়ন হওয়া কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশে মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই হকি খেলা অনুষ্ঠিত হয়।

পরে আজে বৃহস্পতিবার চট্টগ্রামে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরপর তিনটি খেলায় পৃথক তিনটি অঞ্চলের সঙ্গে বিজয়ী হয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতা হয়।

একই আসরে সাইকেলিংয়ে সারা দেশে মেয়েদের মধ্যে কেশবপুরের প্রিয়া খাতুন প্রথম স্থান অধিকার করে। প্রিয়া গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে মেয়েদের হকি দলের অধিনায়ক।

জানতে চাইলে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের মেয়েরা হকিতে চ্যাম্পিয়ন ও বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন সাইকেলিংয়ে দ্বিতীয়বারের মতো দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় একেবারে একটি গ্রামীণ স্কুল। সেখানকার ছাত্রীদের হকি ও সাইকেলিংয়ে দেশসেরা হওয়ার এমন অভাবনীয় সাফল্যে আমরা অভিভূত। প্রয়োজনীয় সহযোগিতা পেলে এসব মেয়ে দেশের জন্য অনেক সাফল্য ও সম্মান বয়ে আনতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত