Ajker Patrika

পাটকেলঘাটায় ‘ভুয়া’ ভেবে র‍্যাবকে মারধরের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯ 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় ‘ভুয়া’ ভেবে র‍্যাবকে মারধরের অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯ 

সাতক্ষীরার পাটকেলঘাটার ধনদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ওই ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র‍্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে। 

আজ আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), পাঁচপাড়া এলাকার সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) এবং আজগার আলী (১৮)। 

র‍্যাব ৬ বলছে, শনিবার দুপুরে র‍্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামি ধরতে গেলে সন্দেহ প্রকাশ করে দুষ্কৃতকারীরা ভুয়া র‍্যাব ভেবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ধস্তাধস্তি করে এবং তাদের মারতে উদ্যত হয়। তাদের পরিচয়পত্র, জ্যাকেট দেখালেও ‘ভুয়া’ বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সাতক্ষীরা র‍্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত