সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আসাদুল ইসলাম। সে উপজেলার বাঁধাকুল গ্রামের বাসিন্দা ও ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র।
নিহত শিশুর মা আসমা খাতুন বলেন, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহস্পতিবার দুপুরে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন টিআরবি ইটভাটার মাটি বহনকারী ট্রাকচালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। অসতর্কতা বশত ট্রাকটি আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক শিশু আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’ তবে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আসাদুল ইসলাম। সে উপজেলার বাঁধাকুল গ্রামের বাসিন্দা ও ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র।
নিহত শিশুর মা আসমা খাতুন বলেন, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহস্পতিবার দুপুরে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেনের মালিকানাধীন টিআরবি ইটভাটার মাটি বহনকারী ট্রাকচালক মনিরুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। অসতর্কতা বশত ট্রাকটি আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক শিশু আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’ তবে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে