খুলনা প্রতিনিধি
খুলনার কয়রায় কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। আজ শুক্রবার ভোরে কয়রা উপজেলার হরিণখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩-১৪/২ নম্বর পোল্ডারের পাঁচটি স্থানে প্রায় ৩০০ মিটার বাঁধ নদীতে ধসে পড়ে।
বাঁধ ধসে হুমকির মুখে পড়েছে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদসহ কয়রা উপজেলা সদরের অন্তত ১৫ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৪ ফুট উঁচু জোয়ার হয়। আজ ভোরে ভাটার সময় নদীর পানি নামতে শুরু করলে কপোতাক্ষ নদের পাড়ের বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দেয়।
সকালের ভাঙনে পাউবোর দেওয়া জিও ব্যাগ ও বড় বড় মাটির খণ্ডসহ বাঁধের প্রায় ৩০০ মিটার অংশ মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে ফসলি জমি ও অসংখ্য মাছের ঘের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তাঁরা জানান, যেসব স্থানে ধস নেমেছে, সেখানে ওপরের মাটি সরে গিয়ে ভেতরের বালু বেরিয়ে এসেছে। এতে ঢেউ লেগে বালু ধুয়ে যাচ্ছে এবং নদীর পানির গতিপথ পরিবর্তিত হয়ে বাঁধের গায়ে আছড়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে মাটি ফেলে ও জিও ব্যাগ সরিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
হরিণখোলা গ্রামের মোস্তাফিজ শেখ বলেন, ‘আমরা গ্রামবাসী না এগোলে এই বাঁধ আবার তৈরি হতে অনেক সময় লাগবে। তখন এই এলাকায় থাকা সম্ভব হবে না। যাদের দায়িত্ব, তারা সময়মতো কিছু করে না। সব কষ্ট আমাদের খেটে খাওয়া মানুষের।’
একই গ্রামের হাফিজুল মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র সাড়ে তিন বছর আগে নির্মাণ করা বাঁধে এভাবে ভাঙন দেখা দেওয়া দুঃখজনক। নির্মাণের সময় ওপরে ও পাশে মাটি দেওয়া হলেও ভেতরে বালু দেওয়া হয়, যা বাঁধটিকে দুর্বল করেছে। তিনি বাঁধ রক্ষায় নদীর তীরে পাকা ব্লক বসানোর দাবি জানান।
গোবরা গ্রামের স্কুলশিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘হরিণখোলার পাশের এই বাঁধকে কয়রার সবচেয়ে মজবুত বাঁধ বলা হতো। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে এই বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু প্রকল্প বড় হলেও কাজের মান ভালো হয়নি। ভেতরে বালু দিয়ে নির্মাণ করায় বাঁধ এখন দুর্বল হয়ে পড়েছে।’
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, গতকাল থেকে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ার হয়েছে। হরিণখোলা ও চৌকুনি এলাকায় নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত বাঁধের গায়ে জিও ব্যাগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করা হবে।
খুলনার কয়রায় কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। আজ শুক্রবার ভোরে কয়রা উপজেলার হরিণখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩-১৪/২ নম্বর পোল্ডারের পাঁচটি স্থানে প্রায় ৩০০ মিটার বাঁধ নদীতে ধসে পড়ে।
বাঁধ ধসে হুমকির মুখে পড়েছে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদসহ কয়রা উপজেলা সদরের অন্তত ১৫ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৪ ফুট উঁচু জোয়ার হয়। আজ ভোরে ভাটার সময় নদীর পানি নামতে শুরু করলে কপোতাক্ষ নদের পাড়ের বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দেয়।
সকালের ভাঙনে পাউবোর দেওয়া জিও ব্যাগ ও বড় বড় মাটির খণ্ডসহ বাঁধের প্রায় ৩০০ মিটার অংশ মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে ফসলি জমি ও অসংখ্য মাছের ঘের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তাঁরা জানান, যেসব স্থানে ধস নেমেছে, সেখানে ওপরের মাটি সরে গিয়ে ভেতরের বালু বেরিয়ে এসেছে। এতে ঢেউ লেগে বালু ধুয়ে যাচ্ছে এবং নদীর পানির গতিপথ পরিবর্তিত হয়ে বাঁধের গায়ে আছড়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে মাটি ফেলে ও জিও ব্যাগ সরিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
হরিণখোলা গ্রামের মোস্তাফিজ শেখ বলেন, ‘আমরা গ্রামবাসী না এগোলে এই বাঁধ আবার তৈরি হতে অনেক সময় লাগবে। তখন এই এলাকায় থাকা সম্ভব হবে না। যাদের দায়িত্ব, তারা সময়মতো কিছু করে না। সব কষ্ট আমাদের খেটে খাওয়া মানুষের।’
একই গ্রামের হাফিজুল মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র সাড়ে তিন বছর আগে নির্মাণ করা বাঁধে এভাবে ভাঙন দেখা দেওয়া দুঃখজনক। নির্মাণের সময় ওপরে ও পাশে মাটি দেওয়া হলেও ভেতরে বালু দেওয়া হয়, যা বাঁধটিকে দুর্বল করেছে। তিনি বাঁধ রক্ষায় নদীর তীরে পাকা ব্লক বসানোর দাবি জানান।
গোবরা গ্রামের স্কুলশিক্ষক বিল্লাল হোসেন বলেন, ‘হরিণখোলার পাশের এই বাঁধকে কয়রার সবচেয়ে মজবুত বাঁধ বলা হতো। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে এই বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু প্রকল্প বড় হলেও কাজের মান ভালো হয়নি। ভেতরে বালু দিয়ে নির্মাণ করায় বাঁধ এখন দুর্বল হয়ে পড়েছে।’
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, গতকাল থেকে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ার হয়েছে। হরিণখোলা ও চৌকুনি এলাকায় নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত বাঁধের গায়ে জিও ব্যাগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করে সংস্কারকাজ শুরু করা হবে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগে