Ajker Patrika

গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ আটক ইউপি সদস্য। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ আটক ইউপি সদস্য। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মো. আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্য উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক আজমাইন হোসেন উপজেলার কাথুলী ইউপির সদস্য ও লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে।

মেহেরপুর র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, আজমাইন হোসেন নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাওয়া যায়। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নিচ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০টি কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত