Ajker Patrika

চাঁদা দাবি করে একই দিনে ৩ চিরকুট, বাড়ির ছেলেদের সন্দেহ 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
চাঁদা দাবি করে একই দিনে ৩ চিরকুট, বাড়ির ছেলেদের সন্দেহ 

চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে একই দিনে তিন ব্যক্তিকে চিরকুট পাঠিয়েছে কে বা কারা। এ ঘটনায় আজ শুক্রবার রবিউল ইসলাম নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) এ চিরকুট পান ভুক্তভোগীরা। 

কোটচাঁদপুর থানার পরিদর্শক সৈয়দ আল-মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে এটা তেমন কোনো চাঁদা চাওয়ার মতো ঘটনা না। নিজের ছেলেসহ আরও কয়েকজন ছাদে খেলাধুলা করে। এটা ওই ধরনের ছেলেরা করতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘এটা খুব কাঁচা হাতের লেখা। চিঠি পড়ে তেমন মনে হয়েছে। রাতে ঘটনাস্থলে যাব। দেখি প্রকৃত পক্ষে কি ঘটেছে।’ 

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, বুধবার সকালে আমার ছেলের বউ সোনিয়া খাতুন বাড়ির উঠানে কাজ করার সময় ভ্যানের ওপর ভাঁজ করা চিঠিটি দেখতে পান। তাতে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় ওই চিঠিতে।

একই দিন সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী আবুল কাশেমের বাড়ির ছাদে কাপড় দিতে যান সোনিয়া খাতুন। ওখানেও ভাঁজ করা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে আবুল কাশেমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। 

বেলা ১১টায় জাকির হোসেন ওরফে সুমনের মা রুবিনা খাতুন নিজ ছাদে একই রকম কাগজে লেখা চিরকুট পান। ওই চিরকুটে সুমনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি বলেন, তিনটি চিঠিতে লেখা ছিল, আগামী ২০ তারিখের মধ্যে ওই চাঁদার টাকা পরিশোধ করার কথা। তবে কোথায় কখন এ টাকা দিতে হবে, তা পরবর্তী চিঠি দিয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়। 

এ ব্যাপারে অপর ভুক্তভোগী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোন শত্রুতা নাই। তবে কে কেন এ ধরনের চিঠি দিল বুঝতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত