Ajker Patrika

শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪: ৫৫
শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে তানিয়া সুলতানা (১৯) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্যামনগর উপজেলা সদরের চণ্ডীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, এক সন্তানের জননী ওই গৃহবধূ চণ্ডীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে তৈয়েবুর রহমানের স্ত্রী। গতকাল রাতে শ্যামনগর হাসপাতালে ভর্তির পর আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে তানিয়ার সঙ্গে তাঁর শাশুড়ির ঝগড়া হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বউ-শাশুড়ির মধ্যে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের হস্তক্ষেপে বিষয়টি নিরসন হয়। তবে রাতে সবাই ঘুমানোর পর তানিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তানিয়ার শ্বশুর গোলাম মোস্তফা জানান, রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যান। এ সময় ঘুমন্ত স্বামী তৈয়েবুর রহমান আর সন্তানের পাশ থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া আত্মহত্যার চেষ্টা করেন। তানিয়ার ঝুলে পড়ার শব্দে ঘুম ভাঙার পর তৈয়েবুর নিজ স্ত্রীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে যান। তাঁদের সংসারে দুই বছরের একটি ছেলেসন্তান আছে। 

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সাকির হোসেন জানান, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলেও শেষ পর্যন্ত ওই গৃহবধূকে বাঁচানো গেছে। শারীরিকভাবে সুস্থতা অনুভব করায় তাঁকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ ধরনের ঘটনায় পুলিশকে কেউ কোনো অভিযোগ দেয়নি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত