খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর প্রভাবশালী বিশ্বাস পরিবারের সদস্য সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে ত্যাগ করেছেন। এর আগে গত শনিবার তাঁর ভাতিজা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে বুলু বিশ্বাস বলেন, ‘আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গত শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য পদসহ যাবতীয় রাজনীতি থেকে অবসরে যান কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস। সেদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে মহান আল্লাহর ইচ্ছায় অবসরকালীন জীবনে সকলের দোয়া চেয়েছেন আনিস বিশ্বাস।
এর আগে আনিসুর রহমান বিশ্বাস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। পরে দল বদল করে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি নির্বাচনে পরাজিত হন। বুলু বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিসিবি পরিচালক শেখ সোহেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের মোটা অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে।
খুলনা মহানগরীর প্রভাবশালী বিশ্বাস পরিবারের সদস্য সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস দল থেকে ত্যাগ করেছেন। এর আগে গত শনিবার তাঁর ভাতিজা সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে বুলু বিশ্বাস বলেন, ‘আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাইরে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর সঙ্গে খারাপ আচরণ করিনি। তারপরও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
বিবৃতিতে বুলু বিশ্বাস আরও উল্লেখ করেন, ‘আমি দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের ওপর সম্মান প্রদর্শন করে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করছি। এ ছাড়া দলের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ-আপদে সুখ-দুঃখে পাশে থাকব ইনশা আল্লাহ।’
এর আগে গত শনিবার খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য পদসহ যাবতীয় রাজনীতি থেকে অবসরে যান কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস। সেদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে মহান আল্লাহর ইচ্ছায় অবসরকালীন জীবনে সকলের দোয়া চেয়েছেন আনিস বিশ্বাস।
এর আগে আনিসুর রহমান বিশ্বাস ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি ছিলেন। পরে দল বদল করে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর তিনি নির্বাচনে পরাজিত হন। বুলু বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিসিবি পরিচালক শেখ সোহেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের মোটা অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বুলু বিশ্বাসের বিরুদ্ধে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ খুলনায় দাফন করতে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
৪৩ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
১ ঘণ্টা আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে