যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৯৪ জন। অনিয়ম রোধে ভেন্যুব্যবস্থা বাদ দেওয়ায় বেড়েছে কেন্দ্রের সংখ্যা। আর শিক্ষার্থীদের প্রস্তুতির অভাবে অংশগ্রহণকারী কমেছে বলে ধারণা বোর্ডসংশ্লিষ্টদের।
এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা আবশ্যিক প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হবে এইচএসসি পরীক্ষা।
সূত্রে জানা যায়, এই বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম। এই বছরে কেন্দ্রের সংখ্যা আটটি বেড়ে ২৪০টি হয়েছে। বোর্ডে এবার বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী রয়েছে।
এর মধ্যে ১৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট পাবে। ১২০ পরীক্ষার্থী শুধু অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একাধিক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে।
পরীক্ষা চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট নিরসনের লক্ষ্যে কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে রেজিস্ট্রারে তাদের নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করে পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে হবে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে যত মিনিট পরে শুরু হবে, পরীক্ষার্থীদের ততটুকু সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আবদুল মতিন বলেন, প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা কমবেশি হয়। এ বছর পরীক্ষার্থী কমেছে। এটা অস্বাভাবিক মনে হয়নি। গত বছর আন্দোলন-সংগ্রামে ছিল শিক্ষার্থীদের অনেকে। এ জন্য হয়তো ভালো প্রস্তুতি নিতে পারেনি, প্রস্তুতির অভাবে অনেকে পরীক্ষায় অংশ নিচ্ছে না। আগামী দিনে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেবে।
তিনি আরও বলেন, নকল ও অনিয়ম বন্ধে এ বছর ভেন্যুব্যবস্থা বাতিল করা হয়েছে। এ জন্য কয়েকটি কেন্দ্র বেড়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৯৪ জন। অনিয়ম রোধে ভেন্যুব্যবস্থা বাদ দেওয়ায় বেড়েছে কেন্দ্রের সংখ্যা। আর শিক্ষার্থীদের প্রস্তুতির অভাবে অংশগ্রহণকারী কমেছে বলে ধারণা বোর্ডসংশ্লিষ্টদের।
এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা আবশ্যিক প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হবে এইচএসসি পরীক্ষা।
সূত্রে জানা যায়, এই বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম। এই বছরে কেন্দ্রের সংখ্যা আটটি বেড়ে ২৪০টি হয়েছে। বোর্ডে এবার বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী রয়েছে।
এর মধ্যে ১৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট পাবে। ১২০ পরীক্ষার্থী শুধু অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একাধিক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে।
পরীক্ষা চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট নিরসনের লক্ষ্যে কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে রেজিস্ট্রারে তাদের নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করে পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করতে হবে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হলে যত মিনিট পরে শুরু হবে, পরীক্ষার্থীদের ততটুকু সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আবদুল মতিন বলেন, প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা কমবেশি হয়। এ বছর পরীক্ষার্থী কমেছে। এটা অস্বাভাবিক মনে হয়নি। গত বছর আন্দোলন-সংগ্রামে ছিল শিক্ষার্থীদের অনেকে। এ জন্য হয়তো ভালো প্রস্তুতি নিতে পারেনি, প্রস্তুতির অভাবে অনেকে পরীক্ষায় অংশ নিচ্ছে না। আগামী দিনে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেবে।
তিনি আরও বলেন, নকল ও অনিয়ম বন্ধে এ বছর ভেন্যুব্যবস্থা বাতিল করা হয়েছে। এ জন্য কয়েকটি কেন্দ্র বেড়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
৭ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে