Ajker Patrika

সভাপতির ছেলের বউভাত, স্কুল বন্ধ করে মাঠেই খাওয়াদাওয়া

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৯: ৩৪
সভাপতির ছেলের বউভাত, স্কুল বন্ধ করে মাঠেই খাওয়াদাওয়া

স্কুলে হচ্ছে বউভাতের অনুষ্ঠান। শ্রেণিকক্ষে করা হয়েছে অতিথিদের বিশ্রামের ব্যবস্থা। মাঠে প্যান্ডেল টানিয়ে খাওয়াদাওয়া। কিছু শ্রেণিকক্ষে আবার রাখা হয়েছে রান্না করা খাবার। এতেই শেষ নয়, বউভাতের অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য স্কুলই বন্ধ ঘোষণা করেছেন প্রধান শিক্ষক। 

বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগীখালী ইউনিয়নের মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগের নেতা এরশাদ আলীর ছেলের বউভাত আয়োজনের জন্যই স্কুল বন্ধ ঘোষণা করা হয় বলে জানান এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর ছেলের বউভাতের অনুষ্ঠান ছিল বুধবার। প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সভাপতির ছেলের বউভাত উপলক্ষে স্কুল ছুটি ঘোষণা করেন। শ্রেণিকক্ষে এবং স্কুলের মাঠে প্যান্ডেল করে অতিথিদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। 

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অনুষ্ঠানের আয়োজক এরশাদ আলী বলেন, ‘প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে অনুষ্ঠানটি করা হয়েছে।’ 

প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সভাপতির নির্দেশেই আজ স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।’ 

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত