ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে চারটি মার্কেটের ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে অধিকাংশ দোকানের শাটার ভেঙে অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, অধিকাংশ দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। খালি ক্যাশবাক্স পড়ে আছে।
ব্যবসায়ীরা বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকার চারটি মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। বাজারের ২৬টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তারা। ব্যবসায়ীরা সকালে বাজারে এসে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ব্যবসায়ীরা দাবি করেন, আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। শিগগিরই এই চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তাঁরা।
ভুক্তভোগী ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউমার্কেট, রাজমণি সুপার মার্কেট ও গাফ্ফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে।
মিমি ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, ‘আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা ও গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটল। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।’
হাটগোপালপুর বাজার মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মিন্টু বলেন, বাজারে চুরির ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। ভিডিও ফুটেজ থেকে ওই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে চারটি মার্কেটের ২৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে অধিকাংশ দোকানের শাটার ভেঙে অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, অধিকাংশ দোকানের শাটার ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। খালি ক্যাশবাক্স পড়ে আছে।
ব্যবসায়ীরা বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকার চারটি মার্কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। বাজারের ২৬টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে তারা। ব্যবসায়ীরা সকালে বাজারে এসে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।
ব্যবসায়ীরা দাবি করেন, আনুমানিক ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। শিগগিরই এই চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তাঁরা।
ভুক্তভোগী ব্যবসায়ী কাজী মাহমুদ রানা বলেন, হাটগোপালপুর বাজারের শাহজালাল ব্যাংক মার্কেট, নিউমার্কেট, রাজমণি সুপার মার্কেট ও গাফ্ফার মার্কেটে রাতে চুরি হয়েছে। চোরেরা প্রতিটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে।
মিমি ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, ‘আমার দোকান থেকে ব্যবসার নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। বাজার কমিটির অবহেলা ও গাফিলতির কারণে চুরির ঘটনা ঘটল। এর আগেও একাধিকবার বাজারে চুরি হয়েছে।’
হাটগোপালপুর বাজার মালিক সমিতির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মিন্টু বলেন, বাজারে চুরির ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। ভিডিও ফুটেজ থেকে ওই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসি টিভির ফুটেজে চুরির প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৮ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে