Ajker Patrika

বাগেরহাটে গাঁজাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৬: ১৮
বাগেরহাটে গাঁজাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বাগেরহাটের রামপালে গাঁজাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ শেখকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার পেড়িখালীর পুরোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক আফজাল রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের বাসিন্দা। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিন ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়ল নামের দুজনকে আটক করা হয়।

রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি বলেন, পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আলফাজ শেখ। চার বছর আগে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটির জন্য সম্মেলন করা হয়েছে। তবে এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। আলফাজ শেখ বর্তমানে দলের কেউ না।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলফাজ শেখসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত