Ajker Patrika

চুল কেটে মাথায় নৌকা বানিয়েছেন তাঁরা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ২৮
চুল কেটে মাথায় নৌকা বানিয়েছেন তাঁরা

‘আমরা গরিব মানুষ, শেখ হাসিনাকে দেওয়ার মতো কিছু নাই। আওয়ামী লীগকে ভালোবাসি, নৌকাকে ভালোবাসি। শ্বশুরবাড়ি গেলেও তো মিষ্টি নিয়ে যাইতে হয়, এ জন্য মাথার চুলে নৌকা কাটিং করে শেখ হাসিনাকে নৌকা উপহার দিয়েছি।’

কথাগুলো ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের মো. রনি মিয়ার। দলের প্রতি ভালোবাসায় দলীয় প্রতীক নৌকার আদলে নিজের চুল কেটেছেন তিনি। শুধু তিনিই নন, সঙ্গে রয়েছেন সাকেদ্দা কোলা গ্রামের উমর আলীও। তাঁরা রাজনৈতিক সহকর্মী। এদিকে তাঁদের এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

মো. রনি মিয়া পেশায় রাজমিস্ত্রির কাজ করেন এবং উমর আলী ইজিবাইকচালক।

দলের মিছিলে অংশ নিতে নৌকার আদলে চুল কেটেছেন তাঁরা। স্থানীয়রা বলছে, ৫ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলাজুড়ে মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে অংশ নিতে তাঁরা এভাবে মাথার চুল কেটেছেন। তাঁদের এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁদের দেখতে বাড়িতে লোকজন ভিড় করতে শুরু করেছে।

উমর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হলিধানী এলাকার ঢাকাপাড়ার সরকারি খাসজমিতে বসবাস থাকতাম। আমার স্ত্রী অনেক আগে আমাকে ছেড়ে সন্তানদের নিয়ে চলে গেছে। এরপর আর সংসার করা হয় নাই। অটো চালিয়ে দিন জীবন যাবন করি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে ভালোবাসি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি আওয়ামী লীগকে ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।’

এ দিকে মো. রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজনই শেখ হাসিনাকে ভালোবাসি। আওয়ামী লীগের প্রোগ্রামে যাব, খালি হাতে গেলে কেমন হয়! শ্বশুরবাড়ি গেলেও তো মিষ্টি নিয়ে যেতে হয়। সে কারণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ভাইয়ের ডাকে আমরা মাথার চুল কেটে, নৌকা বানিয়ে মিছিলে গিয়েছি। মিন্টু ভাইয়ের মিছিলের মাধ্যমে আমাদের নেত্রীকে এই নৌকা উপহার।’

এ বিষয়ে হলি ধনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রসিদ বাউল আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা দুজন মাথার চুল কেটে নৌকা প্রতীক বানিয়েছিলেন। এ বিষয়ে তাঁরা আমাকে বলেছে, শেখ হাসিনাকে দেওয়ার মতো তাদের কিছুই নাই। অনেকে ফুল কিনে নিয়ে যেতে পারছে, তাঁরা সেটাও পারছে না। এ জন্য তাঁরা এ কাজটি করেছে। এটা ভালো লাগার একটি বিষয়।’

ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনাকে ভালোবেসে এই গরিব মানুষ দুজন তাদের ইচ্ছায় এই কাজটা করেছে। দলকে ভালোবেসে মাথায় নৌকা বানানোর বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত