Ajker Patrika

বেনাপোল চেকপোস্টে সাড়ে ৪ কেজির স্বর্ণসহ যুবক গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল চেকপোস্টে সাড়ে ৪ কেজির স্বর্ণসহ যুবক গ্রেপ্তার

যশোরের বেনাপোলে ১৯টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল পোর্ট থানার আমড়াখালি চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মাহফুজ মোল্ল্যা (২৬)। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার হাসমত উল্ল্যাহর ছেলে। 

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। আমড়াখালি চেকপোস্টে তল্লাশির সময় মাহফুজ মোল্ল্যার কোমরে লুকানো ৪ কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার। 

 ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ সিদ্দিকি জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে  পুলিশে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থার নজর এড়িয়ে চোরাকারবারিরা স্বর্ণের বড় বড় চালান পাচার করছে ভারতে। দায়িত্বশীল কিছু কর্মকর্তাদের হস্তক্ষেপে মাঝে মধ্যে দু-একটি চালান জব্দ হলেও বড় বড় চালান যাচ্ছে পাচার হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত