কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর পড়ে থাকা সেই অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তরুণীর নাম শাম্মী আক্তার ওরফে সামিয়া (২০)। তিনি কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকার সাইদুল ইসলামের মেয়ে।
সামিয়া একজন টিকটক ভিডিও মেকার ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারসহ স্থানীয়রা। মরদেহ শনাক্ত করেছেন তাঁর চাচা মো. আনোয়ার হোসেন ও ছোট বোন সাদিয়া খাতুন। সামিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘নিহত ব্যক্তির নাম শাম্মী আক্তার। আজ দুপুরে তাঁর চাচা ও ছোট বোন মরদেহটি শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকার রেললাইনের ওপর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ওই তরুণীর মা হাসিনা খাতুন বলেছেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফুপু কাঞ্চন খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বের হয় সামিয়া। তার ফুপুর বাড়ি উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামে। কিন্তু রাত ৮টা পর্যন্ত আর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর সকালে একটা লাশ উদ্ধারের খবর শুনে কুষ্টিয়া মর্গে যাই। মর্গে গিয়ে মেয়ের ক্ষতবিক্ষত লাশ পাই।’
হাসিনা খাতুন দাবি করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মতো কোনো কারণই নেই। মেয়েকে হত্যা করা হয়েছে।’
তবে নিহতের ফুপু কাঞ্চন খাতুন বলেন, ‘গতকাল (শনিবার) সামিয়া আমাদের বাড়িতে যায়নি। রাতে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা লাশ পাওয়ার খবর শুনেছিলাম।’
পুলিশ ও এলাকাবাসী বলছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ। রেলওয়ে পুলিশ মরদেহটির সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক বলেন, ‘মেয়েটি আমার এলাকার। তিনি টিকটক ভিডিও তৈরির কাজ করতেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যু রহস্যজনক। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে রাতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আজ (রোববার) ওই তরুণীর পরিচয় মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর পড়ে থাকা সেই অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তরুণীর নাম শাম্মী আক্তার ওরফে সামিয়া (২০)। তিনি কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকার সাইদুল ইসলামের মেয়ে।
সামিয়া একজন টিকটক ভিডিও মেকার ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারসহ স্থানীয়রা। মরদেহ শনাক্ত করেছেন তাঁর চাচা মো. আনোয়ার হোসেন ও ছোট বোন সাদিয়া খাতুন। সামিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘নিহত ব্যক্তির নাম শাম্মী আক্তার। আজ দুপুরে তাঁর চাচা ও ছোট বোন মরদেহটি শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকার রেললাইনের ওপর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
ওই তরুণীর মা হাসিনা খাতুন বলেছেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে ফুপু কাঞ্চন খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বের হয় সামিয়া। তার ফুপুর বাড়ি উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামে। কিন্তু রাত ৮টা পর্যন্ত আর বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর সকালে একটা লাশ উদ্ধারের খবর শুনে কুষ্টিয়া মর্গে যাই। মর্গে গিয়ে মেয়ের ক্ষতবিক্ষত লাশ পাই।’
হাসিনা খাতুন দাবি করে বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মতো কোনো কারণই নেই। মেয়েকে হত্যা করা হয়েছে।’
তবে নিহতের ফুপু কাঞ্চন খাতুন বলেন, ‘গতকাল (শনিবার) সামিয়া আমাদের বাড়িতে যায়নি। রাতে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা লাশ পাওয়ার খবর শুনেছিলাম।’
পুলিশ ও এলাকাবাসী বলছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে কুমারখালী থানার পুলিশ। রেলওয়ে পুলিশ মরদেহটির সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক বলেন, ‘মেয়েটি আমার এলাকার। তিনি টিকটক ভিডিও তৈরির কাজ করতেন বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যু রহস্যজনক। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’
পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে রাতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আজ (রোববার) ওই তরুণীর পরিচয় মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে