Ajker Patrika

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হতো ‘নামীদামি ব্র্যান্ডের’ আইসক্রিম

বাগেরহাট প্রতিনিধি
ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হতো ‘নামীদামি ব্র্যান্ডের’ আইসক্রিম

বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করার এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকায় একটি বাসাবাড়িতে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন নামীদামি ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’

ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত